পুরী: বছরের এই সময়ে সমুদ্রে ভিড় করেন প্রচুর বাঙালি পর্যটক। কিন্তু এখন পুরীতে বেড়াতে গিয়েই বিপাকে পড়েছেন অনেকে। (প্রতীকী ছবি)
2/ 9
অনেক পর্যটক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁদের দাবি, পুরীর একাধিক সমুদ্র সৈকতে জেলিফিসের উৎপাত বেড়েছে। (প্রতীকী ছবি)
3/ 9
পর্যটকদের দাবি, জেলিফিসের ছোঁয়ায় জ্বালাপোড়ার সমস্যারও মুখোমুখি হতে হচ্ছে। আচমকা এই সমস্যার মুখোমুখি হওয়ায় কিছুটা হলেও বিপাকে ঘুরতে যাওয়া পর্যটকরা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
4/ 9
মেরিন সায়েনটিস্ট জ্ঞানরঞ্জন সাহুর মতে, সাধারণত জেলিফিস গভীর সমুদ্রে থাকে। তবে আচমকা সমুদ্রে কোনও বড় ঝড় হলে তখন ভাসতে ভাসতে সমুদ্র তীরবর্তী এলাকাতে চলে আসে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
5/ 9
তাঁর মতে, কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা তাণ্ডব চালিয়েছে। তার জেরেই সম্ভবত মৃত জেলিফিসগুলি পুরীর সমুদ্র সৈকতে চলে এসেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
6/ 9
ফেসবুকের বিভিন্ন ঘুরতে যাওয়ার গ্রুপে পুরী থেকে ফেরা পর্যটকরা এ বিষয়েও নানারকম পোস্ট করেছেন। তাঁদের দাবি, পুরীর স্বর্গদুয়ার থেকে লাইট হাউস পর্যন্ত একাধিক সৈকতে জেলিফিস ভাসতে ভাসতে উঠে আসছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
7/ 9
আর এর জেরেই সমুদ্রে নামতে পারছেন না পর্যটকরা। অনেকে এ বিষয়ে ক্ষোভের কথাও জানিয়েছেন। তবে পুরীর সমুদ্রে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও জেলিফিস সমুদ্র সৈকতে উঠে আসছিল।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
8/ 9
২০২১ সালে ২৪ মে, সাইক্লোন ইয়াসের সময়ে এমন ছবি দেখা গিয়েছিল। তখনও কয়েকশো মৃত জেলিফিস সমুদ্র তীরে ভাসতে ভাসতে চলে এসেছিল।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
9/ 9
সেই সময়েও প্রচুর পর্যটককে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্ক রয়েছেন সকলে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Puri Sea Beach: পুরীর সমুদ্রে এখন বিরাট 'বিপদ'! ভেসে আসছে শত শত এই প্রাণী, বিপাকে পর্যটকরা
মেরিন সায়েনটিস্ট জ্ঞানরঞ্জন সাহুর মতে, সাধারণত জেলিফিস গভীর সমুদ্রে থাকে। তবে আচমকা সমুদ্রে কোনও বড় ঝড় হলে তখন ভাসতে ভাসতে সমুদ্র তীরবর্তী এলাকাতে চলে আসে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Puri Sea Beach: পুরীর সমুদ্রে এখন বিরাট 'বিপদ'! ভেসে আসছে শত শত এই প্রাণী, বিপাকে পর্যটকরা
তাঁর মতে, কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা তাণ্ডব চালিয়েছে। তার জেরেই সম্ভবত মৃত জেলিফিসগুলি পুরীর সমুদ্র সৈকতে চলে এসেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Puri Sea Beach: পুরীর সমুদ্রে এখন বিরাট 'বিপদ'! ভেসে আসছে শত শত এই প্রাণী, বিপাকে পর্যটকরা
ফেসবুকের বিভিন্ন ঘুরতে যাওয়ার গ্রুপে পুরী থেকে ফেরা পর্যটকরা এ বিষয়েও নানারকম পোস্ট করেছেন। তাঁদের দাবি, পুরীর স্বর্গদুয়ার থেকে লাইট হাউস পর্যন্ত একাধিক সৈকতে জেলিফিস ভাসতে ভাসতে উঠে আসছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Puri Sea Beach: পুরীর সমুদ্রে এখন বিরাট 'বিপদ'! ভেসে আসছে শত শত এই প্রাণী, বিপাকে পর্যটকরা
আর এর জেরেই সমুদ্রে নামতে পারছেন না পর্যটকরা। অনেকে এ বিষয়ে ক্ষোভের কথাও জানিয়েছেন। তবে পুরীর সমুদ্রে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও জেলিফিস সমুদ্র সৈকতে উঠে আসছিল।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)