সোমবার সকাল ৭টায় মন্দির থেকে বাইরে আনা হবে মহাপ্রভুকে। বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথে অধিষ্ঠিত হবেন জগন্নাথ দেব। গজপতি মহারাজ রথের সামনে ঝাড়ু দেওয়ার পর বেলা বারোটা নাগাদ টান পড়বে জগন্নাথদেবের রথের রশিতে। পুরীর মন্দির ছেড়ে গুন্ডিচা দেবীর মন্দিরে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন মহাপ্রভু। কোভিড পরিস্থিতিতে এবার ভক্তকুলের উপস্থিতি ছাড়াই পুরীর রথযাত্রা।কোভিড পরিস্থিতিতে (Coronavirus Situation)রথযাত্রা সম্পন্ন করতে এবার বেশি রকম সতর্ক ওড়িশা সরকার (Odisha Govt)। বৃহস্পতিবার থেকে পুরীর মন্দিরের (Puri Jagannath Temple) সেবায়েতদের কোভিড পরীক্ষা (Covid Test)শুরু করা হয়েছে। রবিবার পর্যন্ত সেবায়েতদের rt-pcr টেস্ট করা হবে। রথযাত্রায় সামিল সবাইকে করোনার দ্বিতীয় টিকা দেওয়ার কাজও প্রায় শেষের মুখে।