#PulwamaAttack: বিস্ফোরণে এত তীব্রতা ছিল যে জওয়ানের ছিন্নভিন্ন দেহ ছিটকে পড়েছিল ৮০ মিটার দূরে
Last Updated:
advertisement
advertisement
• সিআরপিএফ সূত্রে খবর, যে গাড়িতে বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল, তাতে ছিল ৬০ কেজি শক্তিশালী আরডিএক্স। প্রথমে বলা হয়েছিল ৩৫০ কেজি আরডিএক্স ছিল ৷ এবং তা আনা হয়েছিল একটি এসইউভি গাড়িতে ৷ পরে এও জানা যায়, গাড়িটি কনভয়ের ভ্যানে ধাক্কা মারেনি ৷ পাশেই রাখা ছিল ৷ সিআইপিএফ-এর ৭৮টি গাড়ির কনভয় যখন যাচ্ছে সে সময়ই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা ৷
advertisement
advertisement