দেশে চলছে চার দফার লকডাউন। সারা দেশে করোনা ভাইরাসের ভয়াবহতা বোঝাতে তিনটি জোনে ভাগ করা হয়েছে। রেড, অরেঞ্জ ও গ্রিন জোন। গ্রিন জোন মানে সেখানে কোনও করোনা পজেটিভ নেই। এই গ্রিন জোনে কিছু কিছু লকডাউনের নিয়মে ছাড় দেওয়া হয়েছে। কিছু জায়গায় বাস চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে। photo source ANI