২০১৯ সালে দেশের জেলগুলিতে 'বিপজ্জনক' উপচে পড়া ভিড়, ১০ বছরে সর্বোচ্চ!
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
২০১৯ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র প্রিজন স্ট্যাটিস্টিক্স রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে ভারতের জেলগুলিতে যত ভিড় বেড়েছে, গত ১০ বছরে তা হয়নি৷
advertisement
advertisement
advertisement
২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, ওই বছর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৮টি জেলে উপচে পড়া ভিড়ের রিপোর্ট প্রকাশিত হয়েছিল৷ ২০১৯ সালে তা একলাফে বেড়ে ২১ হয়েছে৷ ২০১৯ সালে মোট ওভারক্রাউডেড বা উপচে পড়া ভিড় হওয়া জেলের তালিকায় রয়েছে ১১টি রাজ্য৷ এ গুলি হল, দিল্লি, উত্তরপ্রদেশ (১৬৭.৯ শতাংশ), উত্তরাখণ্ড (১৫৯ শতাংশ), মেঘালয়, মধপ্রদেশ, সিকিম, মহারাষ্ট্র, ছত্তীসগড়, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ, গুজরাত, কেরল, মিজোরাম, পশ্চিমবঙ্গ, অরুণাচলপ্রদেশ, হরিয়ানা, অসম, দমন-দিউ, পঞ্জাব ও কর্নাটক৷
advertisement
আশঙ্কার বিষয় হল, উপচে পড়া ভিড় হওয়ায় ভাবাচ্ছে করোনা সংক্রমণ৷ কারণ, ইতিমধ্যেই ভারত করোনা সংক্রমণে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে চলে এসেছে৷ দেশের বহু জেলেও বন্দিদের মধ্যে করোনা সংক্রমণের খবর রয়েছে৷ সমীক্ষা বলছে, ভারতের প্রায় প্রতি ৮টি জেলে বন্দিদের বয়স গড়ে ৫০ বছরের উপরে৷ করোনা আক্রান্তের নিরিখে যে বয়স সবচেয়ে ঝুঁকিপূর্ণ৷
advertisement