Man vs Wild-এ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা কেমন ? জানালেন বেয়ার গ্রিলস

Last Updated:
1/5
প্রবল ঝড় হোক কিংবা উত্তাল নদী, সব পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ম্যান ভার্সাস ওয়াইল্ড অনুষ্ঠানের সঞ্চালক।
প্রবল ঝড় হোক কিংবা উত্তাল নদী, সব পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ম্যান ভার্সাস ওয়াইল্ড অনুষ্ঠানের সঞ্চালক।
advertisement
2/5
 বিয়ার গ্রিলসের সঙ্গে বনে জঙ্গলে ঘুরে দুঃসাহসিক অভিযানে প্রধানমন্ত্রী। কখনও কখনও নিরাপত্তারক্ষীদের নিষেধ অগ্রাহ্য করেই ৷ ১২ অগাস্ট রাত ৯ টায় এক বেসরকারি চ্যানেলে দেখা যাবে বন্যপ্রাণ সংরক্ষণে নরেন্দ্র মোদির উদ্যোগ।
বিয়ার গ্রিলসের সঙ্গে বনে জঙ্গলে ঘুরে দুঃসাহসিক অভিযানে প্রধানমন্ত্রী। কখনও কখনও নিরাপত্তারক্ষীদের নিষেধ অগ্রাহ্য করেই ৷ ১২ অগাস্ট রাত ৯ টায় এক বেসরকারি চ্যানেলে দেখা যাবে বন্যপ্রাণ সংরক্ষণে নরেন্দ্র মোদির উদ্যোগ।
advertisement
3/5
 উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক। ৫২০ বর্গ কিলোমিটার..ঘন রেন ফরেস্ট...সেখানেই বিয়ার গ্রিলসের সঙ্গে দুঃসাহসিক অভিযানে নরেন্দ্র মোদি। ম্যান ভার্সাস ওয়াইল্ডের বিশেষ পর্বে গ্রিলসের সঙ্গে দেখা যাবে ভারতের প্রধানমন্ত্রীকে।
উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক। ৫২০ বর্গ কিলোমিটার..ঘন রেন ফরেস্ট...সেখানেই বিয়ার গ্রিলসের সঙ্গে দুঃসাহসিক অভিযানে নরেন্দ্র মোদি। ম্যান ভার্সাস ওয়াইল্ডের বিশেষ পর্বে গ্রিলসের সঙ্গে দেখা যাবে ভারতের প্রধানমন্ত্রীকে।
advertisement
4/5
প্রধানমন্ত্রীর এই মনোভাবেরই প্রশংসায় ম্যান ভার্সাস ওয়াইল্ডের সঞ্চালক। অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এই অভিযানে। কিন্তু তিনি সব পরিস্থিতিতেই স্থির..  ৷ বিশ্বের সবচেয়ে বড়ো গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সবসময় প্রহরী...কিন্তু অ্যাডভেঞ্চরের হাতছানিতে তাঁদের বারণও উপেক্ষা করেছেন মোদি।
প্রধানমন্ত্রীর এই মনোভাবেরই প্রশংসায় ম্যান ভার্সাস ওয়াইল্ডের সঞ্চালক। অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এই অভিযানে। কিন্তু তিনি সব পরিস্থিতিতেই স্থির.. ৷ বিশ্বের সবচেয়ে বড়ো গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সবসময় প্রহরী...কিন্তু অ্যাডভেঞ্চরের হাতছানিতে তাঁদের বারণও উপেক্ষা করেছেন মোদি।
advertisement
5/5
 এই শ্যুটিং নিয়ে বিতর্কও কম হয়নি। এ বছর ১৪ ফেব্রুয়ারি শ্যুটিং চলাকালীন পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হন চল্লিশ জওয়ান। ভোটের আগে সে নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়েছিলেন মোদি। তবে সেসব এখন অতীত। দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন তিনি... দেশ অপেক্ষা করছে এক অচেনা নরেন্দ্র মোদিকে দেখার জন্য। পর্দা উঠতে চলেছে ১২ অগাস্ট রাত ন’টায়।
এই শ্যুটিং নিয়ে বিতর্কও কম হয়নি। এ বছর ১৪ ফেব্রুয়ারি শ্যুটিং চলাকালীন পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হন চল্লিশ জওয়ান। ভোটের আগে সে নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়েছিলেন মোদি। তবে সেসব এখন অতীত। দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন তিনি... দেশ অপেক্ষা করছে এক অচেনা নরেন্দ্র মোদিকে দেখার জন্য। পর্দা উঠতে চলেছে ১২ অগাস্ট রাত ন’টায়।
advertisement
advertisement
advertisement