Man vs Wild-এ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা কেমন ? জানালেন বেয়ার গ্রিলস
Last Updated:
advertisement
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর এই মনোভাবেরই প্রশংসায় ম্যান ভার্সাস ওয়াইল্ডের সঞ্চালক। অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এই অভিযানে। কিন্তু তিনি সব পরিস্থিতিতেই স্থির.. ৷ বিশ্বের সবচেয়ে বড়ো গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সবসময় প্রহরী...কিন্তু অ্যাডভেঞ্চরের হাতছানিতে তাঁদের বারণও উপেক্ষা করেছেন মোদি।
advertisement
এই শ্যুটিং নিয়ে বিতর্কও কম হয়নি। এ বছর ১৪ ফেব্রুয়ারি শ্যুটিং চলাকালীন পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হন চল্লিশ জওয়ান। ভোটের আগে সে নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়েছিলেন মোদি। তবে সেসব এখন অতীত। দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন তিনি... দেশ অপেক্ষা করছে এক অচেনা নরেন্দ্র মোদিকে দেখার জন্য। পর্দা উঠতে চলেছে ১২ অগাস্ট রাত ন’টায়।