করোনা আক্রান্ত গর্ভবতীকে ফিরিয়ে দিল হাসপাতাল, খোলা রাস্তায় প্রকাশ্যে সন্তান প্রসব

Last Updated:
খোলা রাস্তায় এভাবে সন্তান প্রসবের পর স্থানীয় মহিলারা কম্বল দিয়ে ঢেকে দেন বাচ্চা ও মাকে
1/7
•করোনাভাইরাস-আক্রান্ত গর্ভবতী মহিলাকে কাশ্মিরের একটি হাসপাতাল থেকে দূর করে দেওয়া হয়৷ ফলে হাসপাতালের বাইরে এক খালি এলাকায় তিনি শিশু প্রসব করেন৷ এই ঘটনার জেরে এই এলাকায় বিক্ষোভ শুরু হয়।
•করোনাভাইরাস-আক্রান্ত গর্ভবতী মহিলাকে কাশ্মিরের একটি হাসপাতাল থেকে দূর করে দেওয়া হয়৷ ফলে হাসপাতালের বাইরে এক খালি এলাকায় তিনি শিশু প্রসব করেন৷ এই ঘটনার জেরে এই এলাকায় বিক্ষোভ শুরু হয়।
advertisement
2/7
•স্থানীয়রা জানান, প্রত্যন্ত বেওয়ান গ্রামের ওই মহিলার প্রসবের জন্য বন্ডিপুর জেলা হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। তবে মারাত্মকভাবে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর, তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবার৷ হাসপাতাল থেকে মহিলার কিছু বাধ্যতামূলক শারীরিক পরীক্ষা করার কথা বলা যার মধ্যে করোনা পরীক্ষার কথাও উল্লেখ করা হয়৷ পরীক্ষা হয় এবং জানা যায় গর্ভবতী মহিলা করোনা পজিটিভ৷
•স্থানীয়রা জানান, প্রত্যন্ত বেওয়ান গ্রামের ওই মহিলার প্রসবের জন্য বন্ডিপুর জেলা হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। তবে মারাত্মকভাবে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর, তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবার৷ হাসপাতাল থেকে মহিলার কিছু বাধ্যতামূলক শারীরিক পরীক্ষা করার কথা বলা যার মধ্যে করোনা পরীক্ষার কথাও উল্লেখ করা হয়৷ পরীক্ষা হয় এবং জানা যায় গর্ভবতী মহিলা করোনা পজিটিভ৷
advertisement
3/7
•এই খবর জানতেই ডাক্তাররা মহিলার চিকিৎসা করতে অস্বীকার করেন৷ বান্দিপোরা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হাজিন এলাকায় একটি কোভিড হাসপাতালে মহিলাকে রেফার করা হয়।
•এই খবর জানতেই ডাক্তাররা মহিলার চিকিৎসা করতে অস্বীকার করেন৷ বান্দিপোরা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হাজিন এলাকায় একটি কোভিড হাসপাতালে মহিলাকে রেফার করা হয়।
advertisement
4/7
•এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হতে মহিলার প্রসব যন্ত্রণা বাড়তে থাকে৷ নন কোভিড হাসপাতালের গেট কাছাকাছিই তিনি সন্তান প্রসব করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বারবার আর্জি জানানো সত্ত্বেও কোনও ডাক্তার তাঁকে এই সময়ে দেখতে আসেননি।
•এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হতে মহিলার প্রসব যন্ত্রণা বাড়তে থাকে৷ নন কোভিড হাসপাতালের গেট কাছাকাছিই তিনি সন্তান প্রসব করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বারবার আর্জি জানানো সত্ত্বেও কোনও ডাক্তার তাঁকে এই সময়ে দেখতে আসেননি।
advertisement
5/7
•"প্রসবের পর কয়েকজন পথচারী তাকে কম্বল দিয়ে ঢেকে দেন, তবে হাসপাতালের কর্মীরা কোনও খোঁজ নেননি এবং সাহায্যের হাতও বাড়িয়ে দেননি৷" অভিযোগ মহিলার পরিবারের৷ এরপরেই পরিবারের সদস্য এবং স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন৷ স্বাস্থ্যসেবার এই দশা এবং যেভাবে রোগীর থেকে মুখ ফিরিয়ে নিলেন স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা, তার প্রতিবাদ করেন সকলে৷
•"প্রসবের পর কয়েকজন পথচারী তাকে কম্বল দিয়ে ঢেকে দেন, তবে হাসপাতালের কর্মীরা কোনও খোঁজ নেননি এবং সাহায্যের হাতও বাড়িয়ে দেননি৷" অভিযোগ মহিলার পরিবারের৷ এরপরেই পরিবারের সদস্য এবং স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন৷ স্বাস্থ্যসেবার এই দশা এবং যেভাবে রোগীর থেকে মুখ ফিরিয়ে নিলেন স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা, তার প্রতিবাদ করেন সকলে৷
advertisement
6/7
•হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত চিকিৎসকদের বেতন আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ দর্শনের নোটিশও দিতে হবে তাদের, এই নির্দেশ দেওয়া হয়েছে৷ চিকিৎসকরা কেন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে প্রসব ব্যবস্থা করতে পারেননি, সেটাও জানাতে হবে৷
•হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত চিকিৎসকদের বেতন আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ দর্শনের নোটিশও দিতে হবে তাদের, এই নির্দেশ দেওয়া হয়েছে৷ চিকিৎসকরা কেন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে প্রসব ব্যবস্থা করতে পারেননি, সেটাও জানাতে হবে৷
advertisement
7/7
"যা ঘটেছে তা অমানবিক এবং অসংবেদনশীল৷ কেন এই ঘটনা ঘটল, তা তদন্ত করা হচ্ছে৷ এই নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারাই এই ঘটনার পুর্নাঙ্গ তদন্ত করবেন৷ রোগীর অবস্থা বিবেচনা করেও কীভাবে তাঁর চিকিৎসা না করে তাকে অন্য হাসপাতালে রেফার করা হল, সেটাও খতিয়ে দেখা হবে৷" জানিয়েছেন এক স্বাস্থ্য আধিকারিক৷
"যা ঘটেছে তা অমানবিক এবং অসংবেদনশীল৷ কেন এই ঘটনা ঘটল, তা তদন্ত করা হচ্ছে৷ এই নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারাই এই ঘটনার পুর্নাঙ্গ তদন্ত করবেন৷ রোগীর অবস্থা বিবেচনা করেও কীভাবে তাঁর চিকিৎসা না করে তাকে অন্য হাসপাতালে রেফার করা হল, সেটাও খতিয়ে দেখা হবে৷" জানিয়েছেন এক স্বাস্থ্য আধিকারিক৷
advertisement
advertisement
advertisement