Prashant Kishor: 'ভোটের পর উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না!' কাকে নিশানা করলেন প্রশান্ত কিশোর? পিকে-র দাবিতে তুঙ্গে জল্পনা

Last Updated:
Prashant Kishor: প্রশান্ত কিশোরের এই বক্তব্যের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, তিনি ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয় নিশ্চিত করতে বিহারে পড়ে থাকবেন।
1/6
ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর দাবি করেছেন, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের পরে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন না।
ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর দাবি করেছেন, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের পরে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন না।
advertisement
2/6
পিকে বলেন, "মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মেয়াদ নভেম্বরের পরে শেষ হবে। যদি এনডিএ ক্ষমতায় থাকে, বিজেপি তাদের নিজস্ব মুখ্যমন্ত্রী মুখ সামনে আনবে এবং যদি এনডিএ হারে, তবুও নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসবেন না।" তাঁর সংযোজন, "নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন না।"
পিকে বলেন, "মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মেয়াদ নভেম্বরের পরে শেষ হবে। যদি এনডিএ ক্ষমতায় থাকে, বিজেপি তাদের নিজস্ব মুখ্যমন্ত্রী মুখ সামনে আনবে এবং যদি এনডিএ হারে, তবুও নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসবেন না।" তাঁর সংযোজন, "নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন না।"
advertisement
3/6
প্রশান্ত কিশোরের এই বক্তব্যের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, তিনি ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয় নিশ্চিত করতে বিহারে পড়ে থাকবেন। যদিও প্রশান্ত কিশোর আরও দাবি করেন, ২০২৫ সালে বিহারে একটি নতুন রাজনৈতিক বিকল্প দেখা যাবে। জনগণ এখন পরিবর্তন চায় এবং আর বাধ্য হয়ে তাঁরা ভোট দেবে না।
প্রশান্ত কিশোরের এই বক্তব্যের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, তিনি ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয় নিশ্চিত করতে বিহারে পড়ে থাকবেন। যদিও প্রশান্ত কিশোর আরও দাবি করেন, ২০২৫ সালে বিহারে একটি নতুন রাজনৈতিক বিকল্প দেখা যাবে। জনগণ এখন পরিবর্তন চায় এবং আর বাধ্য হয়ে তাঁরা ভোট দেবে না।
advertisement
4/6
পিকে-র দাবি, "মানুষ আর জেডিইউ, বিজেপি বা আরজেডির মধ্যে বিভ্রান্ত হতে চায় না। জনগণ এখন উন্নয়ন, কর্মসংস্থান এবং শিক্ষার জন্য ভোট দেবে। জন সুরজ পার্টি আগামী ছয় মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে সামনে আসবে।'' যদিও জন সুরজ নিয়ে পিকে নানা দাবি করলেও তাঁর দল ২০২৪ সালের উপনির্বাচনে বেলাগঞ্জ, ইমামগঞ্জ, তারারি এবং রামগড়ের চারটি আসনেই সহজেই পরাজয় স্বীকার করে নিয়েছিল।
পিকে-র দাবি, "মানুষ আর জেডিইউ, বিজেপি বা আরজেডির মধ্যে বিভ্রান্ত হতে চায় না। জনগণ এখন উন্নয়ন, কর্মসংস্থান এবং শিক্ষার জন্য ভোট দেবে। জন সুরজ পার্টি আগামী ছয় মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে সামনে আসবে।'' যদিও জন সুরজ নিয়ে পিকে নানা দাবি করলেও তাঁর দল ২০২৪ সালের উপনির্বাচনে বেলাগঞ্জ, ইমামগঞ্জ, তারারি এবং রামগড়ের চারটি আসনেই সহজেই পরাজয় স্বীকার করে নিয়েছিল।
advertisement
5/6
জন সুরজ পার্টির প্রার্থীরা সেই উপনির্বাচনে তাদের জামানত বাঁচাতে ব্যর্থ হয়েছিলেন। প্রসঙ্গত, জন সুরজ পার্টি ২০২৪ সালের ২ অক্টোবর গঠিত হয়েছিল। ২০২৫ সালের বিহারের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর ও জন সুরজ বড় পরীক্ষায় পড়তে চলেছে।
জন সুরজ পার্টির প্রার্থীরা সেই উপনির্বাচনে তাদের জামানত বাঁচাতে ব্যর্থ হয়েছিলেন। প্রসঙ্গত, জন সুরজ পার্টি ২০২৪ সালের ২ অক্টোবর গঠিত হয়েছিল। ২০২৫ সালের বিহারের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর ও জন সুরজ বড় পরীক্ষায় পড়তে চলেছে।
advertisement
6/6
বিহারের বিধানসভা নির্বাচন আসছে। আর সেই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর তার দলকে একটি বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে স্থাপন করতে চান। বিহারে বর্তমানে দুটি প্রধান জোট রয়েছে এনডিএ এবং গ্র্যান্ড অ্যালায়েন্স। কিন্তু প্রশান্ত কিশোর তার দলকে বিহারে তৃতীয় ফ্রন্ট হিসেবে সামনে আনতে চাইছেন।
বিহারের বিধানসভা নির্বাচন আসছে। আর সেই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর তার দলকে একটি বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে স্থাপন করতে চান। বিহারে বর্তমানে দুটি প্রধান জোট রয়েছে এনডিএ এবং গ্র্যান্ড অ্যালায়েন্স। কিন্তু প্রশান্ত কিশোর তার দলকে বিহারে তৃতীয় ফ্রন্ট হিসেবে সামনে আনতে চাইছেন।
advertisement
advertisement
advertisement