'আমি ক্ষমাপ্রার্থী...' বিহারে শোচনীয় পরাজয়ের পর মুখ খুললেন প্রশান্ত কিশোর, সাংবাদিক বৈঠক থেকে নীতীশকে ছুড়লেন চ্যালেঞ্জ

Last Updated:
Prashant Kishor: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি তাঁর জন সুরজ পার্টি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দলের শোচনীয় পরাজয় নিয়ে মুখ খুললেন দলের প্রতিষ্ঠাতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার পটনায় একটি সাংবাদিক বৈঠক করেন পিকে। সেখানেই তাঁর দলের পরাজয় নিয়ে সমস্ত দায় কার্যত নিজের ঘাড়ে নিয়েছেন প্রশান্ত কিশোর!
1/8
২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি তাঁর জন সুরজ পার্টি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দলের শোচনীয় পরাজয় নিয়ে মুখ খুললেন দলের প্রতিষ্ঠাতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার পটনায় একটি সাংবাদিক বৈঠক করেন পিকে। সেখানেই তাঁর দলের পরাজয় নিয়ে সমস্ত দায় কার্যত নিজের ঘাড়ে নিয়েছেন প্রশান্ত কিশোর!
২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি তাঁর জন সুরজ পার্টি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দলের শোচনীয় পরাজয় নিয়ে মুখ খুললেন দলের প্রতিষ্ঠাতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার পটনায় একটি সাংবাদিক বৈঠক করেন পিকে। সেখানেই তাঁর দলের পরাজয় নিয়ে সমস্ত দায় কার্যত নিজের ঘাড়ে নিয়েছেন প্রশান্ত কিশোর!
advertisement
2/8
বিহারে বিধানসভা নির্বাচনে প্রস্তুতি পড়বে পিকে ভবিষ্যদ্বাণী করেছিলেন বিহার ভোটে জেডিইউ ২৫ পার করলে তিনি সন্ন্যাস নিয়ে নেবেন। তবে প্রশান্ত কিশোরের সে ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণ করে বিহারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। জেডিইউ পেয়েছে ৮৫ আসন। অন্যদিকে পিকের দল জন সুরজ পার্টি পেয়েছে শূন্য।
বিহারে বিধানসভা নির্বাচনে প্রস্তুতি পড়বে পিকে ভবিষ্যদ্বাণী করেছিলেন বিহার ভোটে জেডিইউ ২৫ পার করলে তিনি সন্ন্যাস নিয়ে নেবেন। তবে প্রশান্ত কিশোরের সে ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণ করে বিহারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। জেডিইউ পেয়েছে ৮৫ আসন। অন্যদিকে পিকের দল জন সুরজ পার্টি পেয়েছে শূন্য।
advertisement
3/8
এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন ‘ভোট কুশলী’ প্রশান্ত কিশোর। নিজের সন্ন্যাস নেওয়ার দাবি থেকে ১৮০ ডিগ্রি ঘুরে আঙুল তুললেন জেডিইউ-র দিকে। পিকের অভিযোগ, ‘বিহারে টাকা দিয়ে ভোট কিনেছেন নীতীশ কুমার।’
এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন ‘ভোট কুশলী’ প্রশান্ত কিশোর। নিজের সন্ন্যাস নেওয়ার দাবি থেকে ১৮০ ডিগ্রি ঘুরে আঙুল তুললেন জেডিইউ-র দিকে। পিকের অভিযোগ, ‘বিহারে টাকা দিয়ে ভোট কিনেছেন নীতীশ কুমার।’
advertisement
4/8
পিকের দাবি ভোট জেতার জন্য ২৯,০০০ কোটি টাকা পর্যন্ত বিতরণ করেছে এনডিএ সরকার। এই নিয়ে গুরুতর অভিযোগ তুলে প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সামনে একটি নতুন শর্তও রাখেন: যদি সরকার ছয় মাসের মধ্যে ১ কোটি ৫০ লক্ষ মহিলাকে ২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
পিকের দাবি ভোট জেতার জন্য ২৯,০০০ কোটি টাকা পর্যন্ত বিতরণ করেছে এনডিএ সরকার। এই নিয়ে গুরুতর অভিযোগ তুলে প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সামনে একটি নতুন শর্তও রাখেন: যদি সরকার ছয় মাসের মধ্যে ১ কোটি ৫০ লক্ষ মহিলাকে ২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
advertisement
5/8
দলের লজ্জার হারের পর এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানেই তাঁর রাজনৈতিক সন্নাসের বিষয়টি উত্থাপন করেন সাংবাদিকরা। উত্তরে পিকে বলেন, তিনি জন সুরজের কোনও রাজনৈতিক পদে নেই। ফলে আলাদা করে পদত্যাগেরও প্রয়োজন নেই।
দলের লজ্জার হারের পর এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানেই তাঁর রাজনৈতিক সন্নাসের বিষয়টি উত্থাপন করেন সাংবাদিকরা। উত্তরে পিকে বলেন, তিনি জন সুরজের কোনও রাজনৈতিক পদে নেই। ফলে আলাদা করে পদত্যাগেরও প্রয়োজন নেই।
advertisement
6/8
একইসঙ্গে পিকে বলেন, ভোটে হারলেও তিনি বিহারেই থাকবেন। রীতিমতো হাসতে হাসতে তিনি বলেন, “আমি বলেছিলাম জেডিইউ ২৫টির কম আসন পাবে এবং জন সুরজ হয় শীর্ষে অথবা সবচেয়ে নীচে পৌঁছবে। আমার দ্বিতীয় মন্তব্যটি সত্য প্রমাণ হয়েছে।”
একইসঙ্গে পিকে বলেন, ভোটে হারলেও তিনি বিহারেই থাকবেন। রীতিমতো হাসতে হাসতে তিনি বলেন, “আমি বলেছিলাম জেডিইউ ২৫টির কম আসন পাবে এবং জন সুরজ হয় শীর্ষে অথবা সবচেয়ে নীচে পৌঁছবে। আমার দ্বিতীয় মন্তব্যটি সত্য প্রমাণ হয়েছে।”
advertisement
7/8
এরপরই নীতীশ কুমারকে তোপ দেগে প্রশান্ত কিশোর বলেন, “টাকা দিয়ে বিহারে ভোট কিনেছেন নীতীশ কুমার।” নির্বাচনের আগে সরকারের ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ দিয়ে মহিলাদের ১০ হাজার টাকা করে বিতরণের মাধ্যমেই ভোট কেনা হয়েছে বলে অভিযোগ তোলেন প্রশান্ত কিশোর।
এরপরই নীতীশ কুমারকে তোপ দেগে প্রশান্ত কিশোর বলেন, “টাকা দিয়ে বিহারে ভোট কিনেছেন নীতীশ কুমার।” নির্বাচনের আগে সরকারের ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ দিয়ে মহিলাদের ১০ হাজার টাকা করে বিতরণের মাধ্যমেই ভোট কেনা হয়েছে বলে অভিযোগ তোলেন প্রশান্ত কিশোর।
advertisement
8/8
ভাঙলেও মচকাতে নারাজ ভোট কুশলী। ফের নীতীশকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “সরকার যদি এই প্রকল্পের বিধান অনুযায়ী ৬ মাস পর প্রতিশ্রুতিমতো মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ২ লক্ষ টাকা করে দেয় তাহলে আমি রাজনীতি ও বিহার দুইই ছেড়ে দেব।
ভাঙলেও মচকাতে নারাজ ভোট কুশলী। ফের নীতীশকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “সরকার যদি এই প্রকল্পের বিধান অনুযায়ী ৬ মাস পর প্রতিশ্রুতিমতো মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ২ লক্ষ টাকা করে দেয় তাহলে আমি রাজনীতি ও বিহার দুইই ছেড়ে দেব।
advertisement
advertisement
advertisement