Prashant Kishor: ভোট জিতলে কার সঙ্গে জোট করবেন! সাফ জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর, বিহারে 'ঘোড়া কেনাবেচা' নিয়েও কটাক্ষ পিকে-র
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: নিজের দলের ফলাফলের থেকেও বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ বেশি ছুড়েছেন পিকে।
পটনা: আর ক’দিন পরেই বিহারে প্রথম দফার ভোটগ্রহণ৷ তার আগে শেষ পর্যায়ের প্রচার সেরে নিচ্ছে সব রাজনৈতিক দল৷ এবার নির্বাচনেই প্রথমবার নিজের দল নিয়ে ময়দানে নেমেছেন ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর৷ ‘কিং মেকার’ বলে এতদিন যিনি প্রসিদ্ধ, তিনি কি পারবেন নিজের দলকে ক্ষমতায় নিয়ে যেতে? তাঁর দল দারুণ ভাল ফল করলে কার সঙ্গে জোটে যাবেন পিকে? এ সব নিয়েই মুখ খুললেন প্রাক্তন ভোটকুশলী।
advertisement
advertisement
advertisement
বিহারে আগামী নির্বাচনে তাঁর দল কেমন ফল করতে পারে, সে বিষয়ে পিকে-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি দু’টো সম্ভাবনা দেখতে পাচ্ছি৷ মানুষ বিকল্প হিসাবে জনসুরজ পার্টিকে বিবেচনা করেছেন, কিন্তু ভোট দেওয়া হচ্ছে অনেকটা বিশ্বাসে ভর করে ঝাঁপ দেওয়ার মতো৷ দীর্ঘ হতাশার পরে মানুষ সেটা চান কিনা, সেটাই দেখার৷’’
advertisement
advertisement
