Prashant Kishor: ভোট জিতলে কার সঙ্গে জোট করবেন! সাফ জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর, বিহারে 'ঘোড়া কেনাবেচা' নিয়েও কটাক্ষ পিকে-র

Last Updated:
Prashant Kishor: নিজের দলের ফলাফলের থেকেও বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ বেশি ছুড়েছেন পিকে।
1/6
পটনা: আর ক’দিন পরেই বিহারে প্রথম দফার ভোটগ্রহণ৷ তার আগে শেষ পর্যায়ের প্রচার সেরে নিচ্ছে সব রাজনৈতিক দল৷ এবার নির্বাচনেই প্রথমবার নিজের দল নিয়ে ময়দানে নেমেছেন ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর৷ ‘কিং মেকার’ বলে এতদিন যিনি প্রসিদ্ধ, তিনি কি পারবেন নিজের দলকে ক্ষমতায় নিয়ে যেতে? তাঁর দল দারুণ ভাল ফল করলে কার সঙ্গে জোটে যাবেন পিকে? এ সব নিয়েই মুখ খুললেন প্রাক্তন ভোটকুশলী।
পটনা: আর ক’দিন পরেই বিহারে প্রথম দফার ভোটগ্রহণ৷ তার আগে শেষ পর্যায়ের প্রচার সেরে নিচ্ছে সব রাজনৈতিক দল৷ এবার নির্বাচনেই প্রথমবার নিজের দল নিয়ে ময়দানে নেমেছেন ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর৷ ‘কিং মেকার’ বলে এতদিন যিনি প্রসিদ্ধ, তিনি কি পারবেন নিজের দলকে ক্ষমতায় নিয়ে যেতে? তাঁর দল দারুণ ভাল ফল করলে কার সঙ্গে জোটে যাবেন পিকে? এ সব নিয়েই মুখ খুললেন প্রাক্তন ভোটকুশলী।
advertisement
2/6
নিজের দলের ফলাফলের থেকেও বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ বেশি ছুড়েছেন পিকে। বিজেপি-কে সরাসরি আক্রমণ শাণিয়ে পিকে-র কটাক্ষ, তিনি জোট করবেন না তা লিখে দিতে পারলেও অমিত শাহ নিশ্চিত বলতে পারবেন না, বিজেপি ঘোড়া কেনাবেচা করবে না।
নিজের দলের ফলাফলের থেকেও বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ বেশি ছুড়েছেন পিকে। বিজেপি-কে সরাসরি আক্রমণ শাণিয়ে পিকে-র কটাক্ষ, তিনি জোট করবেন না তা লিখে দিতে পারলেও অমিত শাহ নিশ্চিত বলতে পারবেন না, বিজেপি ঘোড়া কেনাবেচা করবে না।
advertisement
3/6
প্রশান্তের সাফ জবাব, ''বিহারের নির্বাচনের আগে আমাদের দল কারও সঙ্গে জোট করেনি। নির্বাচনের পরেও জোট হবে না।'' পিকে বলছেন, “আমি দুটো সম্ভাবনা দেখছি। মানুষ জন সুরজকে বিকল্প হিসেবে দেখছে। কিন্তু ভোট দেওয়ার জন্য বিশ্বাস প্রয়োজন। বহু বছর ধরে তাঁরা আশাহত অবস্থায় রয়েছেন, তাই তাঁদের বিশ্বাস চাই।”
প্রশান্তের সাফ জবাব, ''বিহারের নির্বাচনের আগে আমাদের দল কারও সঙ্গে জোট করেনি। নির্বাচনের পরেও জোট হবে না।'' পিকে বলছেন, “আমি দুটো সম্ভাবনা দেখছি। মানুষ জন সুরজকে বিকল্প হিসেবে দেখছে। কিন্তু ভোট দেওয়ার জন্য বিশ্বাস প্রয়োজন। বহু বছর ধরে তাঁরা আশাহত অবস্থায় রয়েছেন, তাই তাঁদের বিশ্বাস চাই।”
advertisement
4/6
বিহারে আগামী নির্বাচনে তাঁর দল কেমন ফল করতে পারে, সে বিষয়ে পিকে-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি দু’টো সম্ভাবনা দেখতে পাচ্ছি৷ মানুষ বিকল্প হিসাবে জনসুরজ পার্টিকে বিবেচনা করেছেন, কিন্তু ভোট দেওয়া হচ্ছে অনেকটা বিশ্বাসে ভর করে ঝাঁপ দেওয়ার মতো৷ দীর্ঘ হতাশার পরে মানুষ সেটা চান কিনা, সেটাই দেখার৷’’
বিহারে আগামী নির্বাচনে তাঁর দল কেমন ফল করতে পারে, সে বিষয়ে পিকে-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি দু’টো সম্ভাবনা দেখতে পাচ্ছি৷ মানুষ বিকল্প হিসাবে জনসুরজ পার্টিকে বিবেচনা করেছেন, কিন্তু ভোট দেওয়া হচ্ছে অনেকটা বিশ্বাসে ভর করে ঝাঁপ দেওয়ার মতো৷ দীর্ঘ হতাশার পরে মানুষ সেটা চান কিনা, সেটাই দেখার৷’’
advertisement
5/6
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন, ২০২৫ এর বিহার বিধানসভা নির্বাচনে তাঁর দল জন সুরজ পার্টি হয় ১০ টা আসন পাবে, নয় ১৫০টার বেশি৷
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন, ২০২৫ এর বিহার বিধানসভা নির্বাচনে তাঁর দল জন সুরজ পার্টি হয় ১০ টা আসন পাবে, নয় ১৫০টার বেশি৷
advertisement
6/6
এবারের নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন না তিনি৷ কেন এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নেরও উত্তর দেন পিকে৷ তাঁর যুক্তি, ‘‘আমি কখনই ঘোষণা করিনি যে কোথাও কোনও কেন্দ্র থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব৷ আমি বলেছিলাম, আমি যদি ভোটে লড়ি, তাহলে কারগহর থেকে লড়ব৷ আমি X- ফ্যাক্টর নই৷’’
এবারের নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন না তিনি৷ কেন এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নেরও উত্তর দেন পিকে৷ তাঁর যুক্তি, ‘‘আমি কখনই ঘোষণা করিনি যে কোথাও কোনও কেন্দ্র থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব৷ আমি বলেছিলাম, আমি যদি ভোটে লড়ি, তাহলে কারগহর থেকে লড়ব৷ আমি X- ফ্যাক্টর নই৷’’
advertisement
advertisement
advertisement