আবারও কেরলে মাংসের লোভে খুন গর্ভবতী মোষ! গর্ভস্থ ভ্রূণকেও জবাই করল অভিযুক্তরা

Last Updated:
ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে । তল্লাশি চালিয়ে ১ জনের বাড়ি থেকে প্রায় ২৫ কেজি মাংস উদ্ধার হয়েছে ।
1/5
• ফের ঘটনাস্থল সেই কেরল। এ বার গর্ভবতী মোষকে নৃশংসভাবে খুন করা হল । কয়েক মাস আগেই গর্ভবতী একটি হাতিকে বাজি ভর্তি একটি আনারস খাইয়ে মারার অভিযোগ উঠেছিল। প্রতীকী চিত্র।
• ফের ঘটনাস্থল সেই কেরল। এ বার গর্ভবতী মোষকে নৃশংসভাবে খুন করা হল । কয়েক মাস আগেই গর্ভবতী একটি হাতিকে বাজি ভর্তি একটি আনারস খাইয়ে মারার অভিযোগ উঠেছিল। প্রতীকী চিত্র।
advertisement
2/5
• সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সোশ্যাল মিডিয়ায় চলেছিল অনেক কর্ত-বিতর্ক, উচিত-অনুচিতের প্রশ্ন উঠেছিল । আবারও এক নৃশংস ঘটনা সামনে এল, ঘটনাস্থল সেই কেরল।
• সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সোশ্যাল মিডিয়ায় চলেছিল অনেক কর্ত-বিতর্ক, উচিত-অনুচিতের প্রশ্ন উঠেছিল । আবারও এক নৃশংস ঘটনা সামনে এল, ঘটনাস্থল সেই কেরল।
advertisement
3/5
• গর্ভবতী একটি মোষকে মাংসের লোভে মারার অভিযোগ উঠছে একদল চোরা শিকারীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কেরলের চাক্কিকুঝির পুঞ্জা জঙ্গলে ।
• গর্ভবতী একটি মোষকে মাংসের লোভে মারার অভিযোগ উঠছে একদল চোরা শিকারীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কেরলের চাক্কিকুঝির পুঞ্জা জঙ্গলে ।
advertisement
4/5
• ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে । তল্লাশি চালিয়ে ১ জনের বাড়ি থেকে প্রায় ২৫ কেজি মাংস উদ্ধার হয়েছে । মনে করা হচ্ছে, মোট ২০০ গ্রাম মাংস রয়েছে অভিযুক্তদের কাছে ।
• ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে । তল্লাশি চালিয়ে ১ জনের বাড়ি থেকে প্রায় ২৫ কেজি মাংস উদ্ধার হয়েছে । মনে করা হচ্ছে, মোট ২০০ গ্রাম মাংস রয়েছে অভিযুক্তদের কাছে ।
advertisement
5/5
• বন দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা মোষটি মেরেই শুধু ক্ষান্ত হয়নি । তার গর্ভস্থ ভ্রূণকেও জবাই করেছে । ওই ৬ অভিযুক্তকে মালাপ্পুরম আদালতে পেশ করা হয়েছে ।
• বন দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা মোষটি মেরেই শুধু ক্ষান্ত হয়নি । তার গর্ভস্থ ভ্রূণকেও জবাই করেছে । ওই ৬ অভিযুক্তকে মালাপ্পুরম আদালতে পেশ করা হয়েছে ।
advertisement
advertisement
advertisement