কাঁধে হাত রাখলেন, অভয় দিলেন, সেতু-বিপর্যয়ে আহতদের সঙ্গে দেখা করতে মোরবির সিভিল হাসপাতালে মোদি

Last Updated:
দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মোরবির সিভিল হাসপাতালে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীনদেরও দেখতে যান৷ যদিও অভিযোগ, প্রধানমন্ত্রী আসার আগে রাতারাতি হাসপাতালের ভোল বদলে দেওয়া হয়েছে৷ হাসপাতালে পড়েছে নতুন রংয়ের প্রলেপ, বসানো হয়েছে নতুন টাইলস, আনা হয়েছে নতুন বেড, ওয়াটার পিউরিফায়ার৷
1/4
রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে মাচ্চু নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কেবল ব্রিজ! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৪০। মঙ্গলবার মোরবিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার যেখানে ঝুলন্ত সেতু ভেঙে পড়েছিল, সেই জায়গায় পরিদর্শন করে দেখেন প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হরিশ সাংভি ৷ দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মোরবির সিভিল হাসপাতালে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীনদেরও দেখতে যান মোদি।
রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে মাচ্চু নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কেবল ব্রিজ! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৪০। মঙ্গলবার মোরবিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার যেখানে ঝুলন্ত সেতু ভেঙে পড়েছিল, সেই জায়গায় পরিদর্শন করে দেখেন প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হরিশ সাংভি ৷ দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মোরবির সিভিল হাসপাতালে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীনদেরও দেখতে যান মোদি।
advertisement
2/4
হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। যদিও অভিযোগ, প্রধানমন্ত্রী আসার আগে রাতারাতি হাসপাতালের ভোল বদলে দেওয়া হয়েছে৷ হাসপাতালে পড়েছে নতুন রংয়ের প্রলেপ, বসানো হয়েছে নতুন টাইলস, আনা হয়েছে নতুন বেড, ওয়াটার পিউরিফায়ার৷
হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। যদিও অভিযোগ, প্রধানমন্ত্রী আসার আগে রাতারাতি হাসপাতালের ভোল বদলে দেওয়া হয়েছে৷ হাসপাতালে পড়েছে নতুন রংয়ের প্রলেপ, বসানো হয়েছে নতুন টাইলস, আনা হয়েছে নতুন বেড, ওয়াটার পিউরিফায়ার৷
advertisement
3/4
মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র। গুজরাত সরকার মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা সাহায্য ঘেষাণা করেছে।
মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র। গুজরাত সরকার মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা সাহায্য ঘেষাণা করেছে।
advertisement
4/4
মোরবির দুর্ঘটনাস্থলে নরেন্দ্র মোদি৷ মচ্ছু নদীর উপর CABLE সেতু। হেঁটে পারাপার করতে হয়। নদীর অন্যপাড়ে মনি মন্দির। রবিবার এই মন্দিরে দর্শণার্থীরা ভিড় করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার টিকিট কেটে সেতুতে উঠে পড়েন প্রায় ৪০০ জন। ব্রিজের সংকীর্ণ জায়গায় সবাই ভিড় করতে থাকে। সেতুর উপর ক্রমেই চাপ বাড়তে থাকে! আচমকাই হুড়মুড় করে নদীতে ভেঙে পড়ে ঝুলন্ত সেতু।
মোরবির দুর্ঘটনাস্থলে নরেন্দ্র মোদি৷ মচ্ছু নদীর উপর CABLE সেতু। হেঁটে পারাপার করতে হয়। নদীর অন্যপাড়ে মনি মন্দির। রবিবার এই মন্দিরে দর্শণার্থীরা ভিড় করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার টিকিট কেটে সেতুতে উঠে পড়েন প্রায় ৪০০ জন। ব্রিজের সংকীর্ণ জায়গায় সবাই ভিড় করতে থাকে। সেতুর উপর ক্রমেই চাপ বাড়তে থাকে! আচমকাই হুড়মুড় করে নদীতে ভেঙে পড়ে ঝুলন্ত সেতু।
advertisement
advertisement
advertisement