IN PICS: বিশ্ব যোগ দিবসে ৫০ হাজার মানুষের সঙ্গে মোদির যোগ ব্যায়াম

Last Updated:
1/11
দেখতে দেখতে এ বছর চারে পা দিল আন্তর্জাতিক যোগ দিবস। গোটা বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেখতে দেখতে এ বছর চারে পা দিল আন্তর্জাতিক যোগ দিবস। গোটা বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
2/11
চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। দেহরাদুনে হিমালয়ের কোলে যোগাসনের আসরে প্রধানমন্ত্রী।  (Photo: PTI)
চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। দেহরাদুনে হিমালয়ের কোলে যোগাসনের আসরে প্রধানমন্ত্রী। (Photo: PTI)
advertisement
3/11
দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের হাজার মানুষের জমায়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেও উঠে আসে সেই যোগ ব্যায়ামের আন্তর্জাতিক ব্যাপ্তির কথা৷ (Photo: AP)
দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের হাজার মানুষের জমায়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেও উঠে আসে সেই যোগ ব্যায়ামের আন্তর্জাতিক ব্যাপ্তির কথা৷ (Photo: AP)
advertisement
4/11
মোদি বলেন ‘‘দেরাদুন থেকে দুবলিন, সাংহাই থেকে শিকাগো, জাকার্তা থেকে জোহানেসবার্গ সবাই যোগ ব্যায়ামে মজে৷ গোটা বিশ্বকে একসূত্রে বেধে রেখেছে যোগা৷’’ (Photo: AP)
মোদি বলেন ‘‘দেরাদুন থেকে দুবলিন, সাংহাই থেকে শিকাগো, জাকার্তা থেকে জোহানেসবার্গ সবাই যোগ ব্যায়ামে মজে৷ গোটা বিশ্বকে একসূত্রে বেধে রেখেছে যোগা৷’’ (Photo: AP)
advertisement
5/11
যোগাসনকে বরাবার গুরুত্ব দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী৷ তিনি নিজেও যোগাভ্যাসের মধ্যে থাকেন৷  (Photo: AP)
যোগাসনকে বরাবার গুরুত্ব দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী৷ তিনি নিজেও যোগাভ্যাসের মধ্যে থাকেন৷ (Photo: AP)
advertisement
6/11
তিনি বলেন, বর্তমানে যুগের ব্যস্ততার মধ্যে একজন মানুষ যোগ ব্যায়ামের মাধ্যমে তাঁর মানসিক, শারীরিক ও হৃদয়ের মেলবন্ধন ঘটাতে পারেন। পেতে পারেন এক অদ্ভূত শান্তির অনুভূতি। (Photo: AP)
তিনি বলেন, বর্তমানে যুগের ব্যস্ততার মধ্যে একজন মানুষ যোগ ব্যায়ামের মাধ্যমে তাঁর মানসিক, শারীরিক ও হৃদয়ের মেলবন্ধন ঘটাতে পারেন। পেতে পারেন এক অদ্ভূত শান্তির অনুভূতি। (Photo: AP)
advertisement
7/11
প্রতি বছরের মতন এ বছর তিনি যোগাভ্যাসের মধ্যে থাকেন (Photo: PTI)
প্রতি বছরের মতন এ বছর তিনি যোগাভ্যাসের মধ্যে থাকেন (Photo: PTI)
advertisement
8/11
এ উপলক্ষে দেরাদুনে ৫০ হাজারেরও বেশি মানুষ সঙ্গে নিয়ে যোগ ব্যায়ামের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Photo: AP)
এ উপলক্ষে দেরাদুনে ৫০ হাজারেরও বেশি মানুষ সঙ্গে নিয়ে যোগ ব্যায়ামের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Photo: AP)
advertisement
9/11
৫০ হাজার মানুষের সঙ্গে যোগ ব্যায়াম করে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  (Photo: PTI)
৫০ হাজার মানুষের সঙ্গে যোগ ব্যায়াম করে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Photo: PTI)
advertisement
10/11
যোগ ব্যায়াম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।(Photo: AP)
যোগ ব্যায়াম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।(Photo: AP)
advertisement
11/11
যোগ ব্যায়াম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।(Photo: AP)
যোগ ব্যায়াম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।(Photo: AP)
advertisement
advertisement
advertisement