Shivamogga Airport || PM Modi: ভারতের মুকুটে নতুন পালক! মোদির হাতেই উদ্বোধন পদ্ম আকৃতির এই বিমানবন্দরের..
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এদিন বেলাগাভি রেলওয়ে স্টেশনটিও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার পরে ৯ কিলোমিটার রোড শো। মোদির সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল সংশ্লিষ্ট এলাকায়।
ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডের ভোট তো মিটল। এবার দোরগোড়ায় কর্ণাটকের বিধানসভা নির্বাচন। তার নির্বাচনের ঠিক আগেই, ঝাঁ চকচকে এক বিমানবন্দর উপহার পেলেন কর্ণাটকবাসী। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হল পদ্ম আকৃতির শিবমোগা বিমানবন্দরের। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং প্রহ্লাদ জোশীর মতো কেন্দ্রের মন্ত্রীরা।
advertisement
শিবমোগা কর্ণাটকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটনস্থল। সূত্রের খবর, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বহুদিন ধরেই এখানে বিমানবন্দর তৈরির স্বপ্ন দেখেছিলেন। অবশেষে কেন্দ্রীয় সরকারের UDAN প্রকল্পের আওতায় তৈরি হল সেই বিমানবন্দর। সোমবার বিমানবন্দর উদ্বোধনের আগে শিবমোগা বিমানবন্দরের মডেল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কবি এবং লেখক কুভেম্পুর নামে নামকরণ করা হয়েছে এই বিমানবন্দরের। প্রতি ঘণ্টায় প্রায় ৩০০ যাত্রী ধারণের ক্ষমতা রাখে এই বিমানবন্দর। শিবমোগা বিমানবন্দরটি তৈরিতে প্রায় ৪৪৯ কোটি টাকা খরচ হয়েছ। শুধুমাত্র বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে প্রতিদিন ৭ হাজার ২০০ যাত্রী যাতায়াত করতে পারবেন।
advertisement
কর্নাটকে এই নিয়ে বিমানবন্দরের সংখ্যা হল ৯টি। এই বিমানবন্দরের রানওয়েও কর্নাটকের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম রানওয়ে। এদিন বিমানবন্দরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "যাঁরা পায়ে হাওয়াই চপ্পল পরেন, তাঁরাও হাওয়াই জাহাজ চড়বেন।" ভারতের এভিয়েশন মার্কেট আরও ব্যপ্ত হচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement