পুলওয়ামা জঙ্গি হামলায় সারা দেশ কেঁপে গেছে ৷ স্বাধীনতার পর এত বড় হামলা হয়নি কাশ্মীরে ৷ সংখ্যা ইতিমদ্যেই ৪২ ৷ তার ওপর বহু নিহত জওয়ানের মৃতদেহ একেবারেই চেনার মতো অবস্থায় নেই ৷ নিহতদের মধ্যে উত্তরপ্রদেশে ১২, রাজস্থানে ৫, পাঞ্জাব ৪, উত্তরখন্ডের ২, ওড়িশার ২ , বিহার,মহারাষ্ট্রে ২, অসম, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, হিমাচলের থেকে ১ জন করে জওয়ানের মৃত্যু হয়েছে ৷