কুলি নম্বর ১৫! কেমন কাটে উত্তর-পশ্চিম রেলের একমাত্র মহিলা কুলির জীবন, দেখুন ছবি

Last Updated:
1/9
মঞ্জু দেবী উত্তর-পশ্চিম রেলওয়ের প্রথম মহিলা কুলি ৷ স্টেশনে কুলি হিসেবে পুরুষদের দেখতেই আমরা অভ্যস্ত কিন্তু, এই ধারাতেই পরিবর্তন এনেছেন মঞ্জু দেবী (Photo: PTI)
মঞ্জু দেবী উত্তর-পশ্চিম রেলওয়ের প্রথম মহিলা কুলি ৷ স্টেশনে কুলি হিসেবে পুরুষদের দেখতেই আমরা অভ্যস্ত কিন্তু, এই ধারাতেই পরিবর্তন এনেছেন মঞ্জু দেবী (Photo: PTI)
advertisement
2/9
স্বামীর মৃত্যুর পর কুলির দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন তিনি।  মঞ্জু দেবী, তাঁর সম্প্রদায়ের মধ্যে মাথা উঁচু করে বাঁচেন। (Photo: PTI)
স্বামীর মৃত্যুর পর কুলির দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন তিনি। মঞ্জু দেবী, তাঁর সম্প্রদায়ের মধ্যে মাথা উঁচু করে বাঁচেন। (Photo: PTI)
advertisement
3/9
মা মোহিনীর থেকে উৎসাহ পেয়ে মঞ্জু দেবী তাঁর স্বামীর ১৫ নম্বর কুলি লাইসেন্স নিয়ে জয়পুর রেল স্টেশনে যাত্রীদের মালপত্র বহনের কাজ শুরু করেন। (Photo: PTI)
মা মোহিনীর থেকে উৎসাহ পেয়ে মঞ্জু দেবী তাঁর স্বামীর ১৫ নম্বর কুলি লাইসেন্স নিয়ে জয়পুর রেল স্টেশনে যাত্রীদের মালপত্র বহনের কাজ শুরু করেন। (Photo: PTI)
advertisement
4/9
বাড়িতে তাঁর সন্তানদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন তিনি ।নিজের সন্তানদের ভরণপোষণের দায়িত্ব তিনি পালন করেন ৷ (Photo: PTI)
বাড়িতে তাঁর সন্তানদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন তিনি ।নিজের সন্তানদের ভরণপোষণের দায়িত্ব তিনি পালন করেন ৷ (Photo: PTI)
advertisement
5/9
মঞ্জু দেবী লাল কুর্তা, কালো সালোয়ার পরে নিজের ও পরিবারের রুজিরুটির জন্য একাধিক শিফটে সারাদিন পরিশ্রম করেন। (Photo: PTI)
মঞ্জু দেবী লাল কুর্তা, কালো সালোয়ার পরে নিজের ও পরিবারের রুজিরুটির জন্য একাধিক শিফটে সারাদিন পরিশ্রম করেন। (Photo: PTI)
advertisement
6/9
জয়পুর স্টেশনে তাঁকে হামেশাই মাল বইতে দেখা যায় ।  (Photo: PTI)
জয়পুর স্টেশনে তাঁকে হামেশাই মাল বইতে দেখা যায় । (Photo: PTI)
advertisement
7/9
কর্তৃপক্ষ প্রথমে তাঁকে বলেছিলেন, কাজটা সহজ হবে না। এই পেশায় কোনও মহিলা নেই। (Photo: PTI)
কর্তৃপক্ষ প্রথমে তাঁকে বলেছিলেন, কাজটা সহজ হবে না। এই পেশায় কোনও মহিলা নেই। (Photo: PTI)
advertisement
8/9
নারী ও শিশু কল্যান মন্ত্রকের তরফে যে ১১২ জন মহিলাকে সম্মানিত করা হয়েছে, তার মধ্যে মঞ্জু দেবী একজন।  (Photo: PTI)
নারী ও শিশু কল্যান মন্ত্রকের তরফে যে ১১২ জন মহিলাকে সম্মানিত করা হয়েছে, তার মধ্যে মঞ্জু দেবী একজন। (Photo: PTI)
advertisement
9/9
মঞ্জু দেবী বললেন, তিনি নিজেও ছিলেন ৩০ কেজি। তাঁর মালপত্রের ওজনও হত ৩০ কেজি। তবে ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দেওয়ার জন্যে কোনও ওজনই ভারী লাগত না। (PTI Photo)
মঞ্জু দেবী বললেন, তিনি নিজেও ছিলেন ৩০ কেজি। তাঁর মালপত্রের ওজনও হত ৩০ কেজি। তবে ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দেওয়ার জন্যে কোনও ওজনই ভারী লাগত না। (PTI Photo)
advertisement
advertisement
advertisement