ভারতীয় রেলের ক্ষতি ৪০০ কোটি ! চুরি করে সাফ করে দিচ্ছেন যাত্রীরা

Last Updated:
1/6
ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যে নানা প্রশ্ন ৷ স্বাচ্ছন্দ্য নিয়ে নানা অভিযোগ  ৷ এরমধ্যেই বুলেট ট্রেনের স্বপ্নও জারি ৷ কিন্তু সম্প্রতি রেলওয়ে এক পরিসংখ্যান বার করেছে তা দেখলে সকলরেই চোখ কপালে উঠতে বাধ্য ৷ Photo - Representive
ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যে নানা প্রশ্ন ৷ স্বাচ্ছন্দ্য নিয়ে নানা অভিযোগ ৷ এরমধ্যেই বুলেট ট্রেনের স্বপ্নও জারি ৷ কিন্তু সম্প্রতি রেলওয়ে এক পরিসংখ্যান বার করেছে তা দেখলে সকলরেই চোখ কপালে উঠতে বাধ্য ৷ Photo - Representive
advertisement
2/6
ট্রেনে উঠলেই যাত্রীরা দেদার চুরি করেন এমন অভিযোগই প্রমাণ করতে চাইছে ভারতীয় রেল ৷ এমনটা ভাববেন না সেকেন্ড ক্লাসে যাতায়াত করা যাত্রীরা এগুলো করেন ৷ এসিতে যাতায়াত করেন যাঁরা তারাই চুরিতে বেশি সিদ্ধহস্ত ৷  Photo - Representive
ট্রেনে উঠলেই যাত্রীরা দেদার চুরি করেন এমন অভিযোগই প্রমাণ করতে চাইছে ভারতীয় রেল ৷ এমনটা ভাববেন না সেকেন্ড ক্লাসে যাতায়াত করা যাত্রীরা এগুলো করেন ৷ এসিতে যাতায়াত করেন যাঁরা তারাই চুরিতে বেশি সিদ্ধহস্ত ৷ Photo - Representive
advertisement
3/6
বিছানার চাদর থেকে বালিশের ওয়াড় কিম্বা নিদেনপক্ষে টাওয়েল সবই নিশ্চিন্তে ট্রেন যাত্রার পর বাড়ি নিয়ে চলে যাচ্ছেন যাত্রীরা ৷ Photo - Representive
বিছানার চাদর থেকে বালিশের ওয়াড় কিম্বা নিদেনপক্ষে টাওয়েল সবই নিশ্চিন্তে ট্রেন যাত্রার পর বাড়ি নিয়ে চলে যাচ্ছেন যাত্রীরা ৷ Photo - Representive
advertisement
4/6
গত বছরে ১.৯৫ লক্ষ টাওয়েল, ৮১,৭৩৬ বেডশিট, ৫৫, ৫৭৩ বালিশের ওয়াড়, ৫০৩৮ টি বালিশ , ৭০৪৩ টি কম্বল চুরি হয়ে গেছে ৷  Photo - Representive
গত বছরে ১.৯৫ লক্ষ টাওয়েল, ৮১,৭৩৬ বেডশিট, ৫৫, ৫৭৩ বালিশের ওয়াড়, ৫০৩৮ টি বালিশ , ৭০৪৩ টি কম্বল চুরি হয়ে গেছে ৷ Photo - Representive
advertisement
5/6
শুধু যে বালিশ, চাদরই চুরি হয় তাই নয় ৷ চুরি হয় টয়লেটে রাখা মগ এমনকি জানলার গ্রিল কেটেও বাড়ি নিয়ে চলে যান যাত্রীরা ৷ ২০০ মগ, ১০০০ কল, ৩০০ ফ্লাশ পাইপও চুরি হয়েছে ৷ জানিয়েছে ভারতীয় রেল ৷ Photo - Representive
শুধু যে বালিশ, চাদরই চুরি হয় তাই নয় ৷ চুরি হয় টয়লেটে রাখা মগ এমনকি জানলার গ্রিল কেটেও বাড়ি নিয়ে চলে যান যাত্রীরা ৷ ২০০ মগ, ১০০০ কল, ৩০০ ফ্লাশ পাইপও চুরি হয়েছে ৷ জানিয়েছে ভারতীয় রেল ৷ Photo - Representive
advertisement
6/6
শেষ তিনটি ফিসক্যালে ভারতীয় রেলওয়ের ক্ষতি ৪০০ কোটি যার মধ্যে এই দেদার চুরিও নাকি ভারতীয় রেলের ক্ষতির কারণ ৷ Photo - Representive
শেষ তিনটি ফিসক্যালে ভারতীয় রেলওয়ের ক্ষতি ৪০০ কোটি যার মধ্যে এই দেদার চুরিও নাকি ভারতীয় রেলের ক্ষতির কারণ ৷ Photo - Representive
advertisement
advertisement
advertisement