কী ভাবে কাশ্মীরে হামলা চালাচ্ছে পাক সেনা, দেখুন সেই হাড়হিম ছবি...

Last Updated:
২৪ বছর বয়সি রুবানা কোসার ও তাঁর ছেলে ফাজান (৫) ও ৯ বছরের কন্যা শবনমের মৃত্যু হয়েছে পাক বোমায়৷ গুরুতর আহত রুবানার স্বামী মহম্মদ ইউনুস৷ সকালে পাক সেনার গুলিতে আহত হয়েছেন নাসিম আখতার নামে এক মহিলা৷ তিনিও পুঞ্চেরই বাসিন্দা৷
1/7
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় রাত থেকে পাকিস্তান সেনা প্রবল গুলি-বোমা বর্ষণ শুরু করেছে৷ মৃত্যু হয়েছে একই পরিবারের তিন জনের৷ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ওই এলাকায় সারা রাত দেদার গুলি বোমা চলেছে৷ এখনও তা অব্যাহত৷ ছবি: পিটিআই
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় রাত থেকে পাকিস্তান সেনা প্রবল গুলি-বোমা বর্ষণ শুরু করেছে৷ মৃত্যু হয়েছে একই পরিবারের তিন জনের৷ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ওই এলাকায় সারা রাত দেদার গুলি বোমা চলেছে৷ এখনও তা অব্যাহত৷ ছবি: পিটিআই
advertisement
2/7
জবাব দিচ্ছে ভারতীয় সেনাও৷ সূত্রের খবর, মূলত সাধারণ নাগরিকদেরই টার্গেট করেছে পাক সেনা৷ মর্টার, ক্ষেপণাস্ত্র পড়ছে মিনিটে মিনিটে৷ ছবি: পিটিআই
জবাব দিচ্ছে ভারতীয় সেনাও৷ সূত্রের খবর, মূলত সাধারণ নাগরিকদেরই টার্গেট করেছে পাক সেনা৷ মর্টার, ক্ষেপণাস্ত্র পড়ছে মিনিটে মিনিটে৷ ছবি: পিটিআই
advertisement
3/7
২৪ বছর বয়সি রুবানা কোসার ও তাঁর ছেলে ফাজান (৫) ও ৯ বছরের কন্যা শবনমের মৃত্যু হয়েছে পাক বোমায়৷ গুরুতর আহত রুবানার স্বামী মহম্মদ ইউনুস৷ সকালে পাক সেনার গুলিতে আহত হয়েছেন নাসিম আখতার নামে এক মহিলা৷ তিনিও পুঞ্চেরই বাসিন্দা৷ ছবি: পিটিআই
২৪ বছর বয়সি রুবানা কোসার ও তাঁর ছেলে ফাজান (৫) ও ৯ বছরের কন্যা শবনমের মৃত্যু হয়েছে পাক বোমায়৷ গুরুতর আহত রুবানার স্বামী মহম্মদ ইউনুস৷ সকালে পাক সেনার গুলিতে আহত হয়েছেন নাসিম আখতার নামে এক মহিলা৷ তিনিও পুঞ্চেরই বাসিন্দা৷ ছবি: পিটিআই
advertisement
4/7
পাকিস্তান সেনা কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে একের পর এক হামলা চালাচ্ছে৷ যখন তখন সীমান্তের ওপার থেকে উড়ে আসছে হাওইত্‍‌জার ১০৫এমএম৷ টানা ৮ দিন ধরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান৷ ছবি: পিটিআই
পাকিস্তান সেনা কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে একের পর এক হামলা চালাচ্ছে৷ যখন তখন সীমান্তের ওপার থেকে উড়ে আসছে হাওইত্‍‌জার ১০৫এমএম৷ টানা ৮ দিন ধরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান৷ ছবি: পিটিআই
advertisement
5/7
বৃহস্পতিবারও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন একটি গ্রামে এক মহিলা ও এক জওয়ানের মৃত্যু হয়েছে পাক সেনার আক্রমণে৷ ছবি: পিটিআই
বৃহস্পতিবারও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন একটি গ্রামে এক মহিলা ও এক জওয়ানের মৃত্যু হয়েছে পাক সেনার আক্রমণে৷ ছবি: পিটিআই
advertisement
6/7
গত এক সপ্তাহে ৬০ বারের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ পুঞ্চ, রাজৌরি-সহ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলিতে ৭০ জনের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে খবর৷ ছবি: পিটিআই
গত এক সপ্তাহে ৬০ বারের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ পুঞ্চ, রাজৌরি-সহ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলিতে ৭০ জনের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে খবর৷ ছবি: পিটিআই
advertisement
7/7
ভারতীয় সেনার পক্ষ থেকে ওই এলাকার মানুষকে ঘরের বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে৷ ছবি: পিটিআই
ভারতীয় সেনার পক্ষ থেকে ওই এলাকার মানুষকে ঘরের বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে৷ ছবি: পিটিআই
advertisement
advertisement
advertisement