Pahalgam Terror Attack Badla: বাড়ির লোকের আকুতি শোনেনি জঙ্গিরা, বাংলার থেকে আইবি অফিসার মণীশরঞ্জন মারা গিয়েছিলেন পহেলগাঁওতে, মুসার মৃত্যুর খবরে বললেন বড় কথা

Last Updated:
Pahalgam Terror Attack Badla: খতম পহেলগাঁও-এর জঙ্গি হামলার মাস্টারমাইন্ড , কী বলছে মণীশ রঞ্জন মিশ্রার পরিবার!
1/5
পুরুলিয়া : কাশ্মীরের পহেলগাঁও-এর জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। ‌তাঁর মধ্যে একজন ছিলেন ঝালদার ভূমিপুত্র তথা আইবি অফিসার মণীশরঞ্জন মিশ্র। গোটা দেশ গর্জে উঠেছিল এই ঘটনার পর। চারিদিকে শুধু স্বজন হারানোর বেদনায় অশ্রুজল বইতে দেখা গিয়েছিল সেদিন। ‌এবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার যোগ্য জবাব দিল ভারত। অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন মহাদেব। ‌
পুরুলিয়া : কাশ্মীরের পহেলগাঁও-এর জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। ‌তাঁর মধ্যে একজন ছিলেন ঝালদার ভূমিপুত্র তথা আইবি অফিসার মণীশরঞ্জন মিশ্র। গোটা দেশ গর্জে উঠেছিল এই ঘটনার পর। চারিদিকে শুধু স্বজন হারানোর বেদনায় অশ্রুজল বইতে দেখা গিয়েছিল সেদিন। ‌এবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার যোগ্য জবাব দিল ভারত। অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন মহাদেব। ‌
advertisement
2/5
শ্রাবণের সোমবারে যখন গোটা বঙ্গবাসী মেতেছিল দেবাদিদেবের আরাধনায়। সেই সময় ভারতীয় সেনা তান্ডব চালিয়েছে শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে। তাদের সঙ্গে ছিল জম্মু-কাশ্মীরের যৌথ বিরাট সশস্ত্রবাহিনী৷ 
শ্রাবণের সোমবারে যখন গোটা বঙ্গবাসী মেতেছিল দেবাদিদেবের আরাধনায়। সেই সময় ভারতীয় সেনা তান্ডব চালিয়েছে শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে। তাদের সঙ্গে ছিল জম্মু-কাশ্মীরের যৌথ বিরাট সশস্ত্রবাহিনী৷
advertisement
3/5
ভারতীয় সেনার গুলিতে খতম পহলগাঁও হামলার মাস্টারমাইন্ড লস্কর-এ-তৈয়বা জঙ্গি সুলেমান শাহ ওরফে হাসিম মুসা-সহ তিন ‘এইচভিটি’ বা হাই ভ্যালু টেরোরিস্ট বলে সূত্র মারফত জানা গিয়েছে। ভারতীয় সেনার হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে গভীর জঙ্গলে গা ঢাকা দিয়েছিল মুসারা। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না।
ভারতীয় সেনার গুলিতে খতম পহলগাঁও হামলার মাস্টারমাইন্ড লস্কর-এ-তৈয়বা জঙ্গি সুলেমান শাহ ওরফে হাসিম মুসা-সহ তিন ‘এইচভিটি’ বা হাই ভ্যালু টেরোরিস্ট বলে সূত্র মারফত জানা গিয়েছে। ভারতীয় সেনার হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে গভীর জঙ্গলে গা ঢাকা দিয়েছিল মুসারা। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না।
advertisement
4/5
সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ্যে আসতেই খুশি পহেলগাঁও জঙ্গি হামলার শহীদ ঝালদার মণীশরঞ্জন মিশ্রর পরিবার। এ বিষয়ে মনীশ রঞ্জন মিশ্রার ভাই বিনীতরঞ্জন মিশ্র বলেন , ভারতীয় সেনা যে কাজ করে দেখিয়েছে তা খুবই প্রশংসনীয়। কিন্তু শুধুমাত্র একজন সুলেমানকেই খতম করলে হবে না। পাকিস্তানের সেনা ও প্রশাসন এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত তাই ভারত সরকারের তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত।
সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ্যে আসতেই খুশি পহেলগাঁও জঙ্গি হামলার শহীদ ঝালদার মণীশরঞ্জন মিশ্রর পরিবার। এ বিষয়ে মনীশ রঞ্জন মিশ্রার ভাই বিনীতরঞ্জন মিশ্র বলেন , ভারতীয় সেনা যে কাজ করে দেখিয়েছে তা খুবই প্রশংসনীয়। কিন্তু শুধুমাত্র একজন সুলেমানকেই খতম করলে হবে না। পাকিস্তানের সেনা ও প্রশাসন এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত তাই ভারত সরকারের তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত।
advertisement
5/5
 গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় অভিযানে নেমেছিল ভারতীয় সেনা। অভিযানের নাম ছিল 'অপারেশন মহাদেব'৷ জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করে চলে এই অভিযান। ‌ আর সেখানেই ভারতীয় সেনার গুলিতে খতম হয় জঙ্গিরা। এই ঘটনাকে বিরাট সাফল্য বলে মনে করছে গোটা জঙ্গলমহলবাসী। ‌Input- Sharmistha Banerjee
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় অভিযানে নেমেছিল ভারতীয় সেনা। অভিযানের নাম ছিল 'অপারেশন মহাদেব'৷ জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করে চলে এই অভিযান। ‌ আর সেখানেই ভারতীয় সেনার গুলিতে খতম হয় জঙ্গিরা। এই ঘটনাকে বিরাট সাফল্য বলে মনে করছে গোটা জঙ্গলমহলবাসী। ‌Input- Sharmistha Banerjee
advertisement
advertisement
advertisement