Operation Sindoor: ৭১'এর যুদ্ধের পর প্রথমবার স্থল-নৌ-বায়ু সেনার দাপটে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ত্রাহি ত্রাহি রব!

Last Updated:
সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ভারতের তরফে। পাকিস্তানের কোনও সেনাবাহিনী বা কোনও সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়নি। বেছে বেছে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি।
1/6
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধীকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গা টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা ৷ যার নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওকে) ৯-টি জঙ্গি লঞ্চপ্যাডে মিসাইল হামলা চালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতভর নিবিড়ভাবে গোটা অপারেশন পর্যবেক্ষণ করেছেন। এতে মৃত্যু হয়েছে ৭০ জনেরও বেশি জঙ্গির। আহত হয়েছে অনেকজন।
শেষ দেখা গিয়েছিল ১৯৭১- এর যুদ্ধে। তারপর এই প্রথমবার। পাকিস্তানের মাটিতে একযোগে প্রত্যাঘাত হানল ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এয়ার স্ট্রাইকের মাধ্যমে।
advertisement
2/6
(মুজাফ্ফরাবাদে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ধ্বংস করা একটি জঙ্গি আস্তানার ছবি।) Photo- AP
সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ভারতের তরফে। পাকিস্তানের কোনও সেনাবাহিনী বা কোনও সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়নি। বেছে বেছে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি।
advertisement
3/6
CNN-News18-এর সঙ্গে কথা বলার সময়, একজন উর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার সদর দফতর সহ সন্ত্রাসবাদী আস্তানাগুলির বিরুদ্ধে কীভাবে আক্রমণ চালানো হয়েছিল তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই অভিযান চলেছিল মোট ৯টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে- ৪টি ছিল পাকিস্তানে এবং ৫টি পাক অধিকৃত কাশ্মীরে।
ভারতের যুদ্ধবিমান রাফাল গুঁড়িয়ে দিয়েছে এইসব জঙ্গি ঘাঁটি। বায়ুসেনাবাহিনীর তরফে জানানো হয়েছে এই প্রত্যাঘাতের পর থেকেই উরি, পুঞ্চ, রাজৌরি, কুপওয়াড়া সেক্টরে নির্বিচারে গুলিবৃষ্টি করছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে বিএসএফও।
advertisement
4/6
পুরুলিয়া : কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক। ‌তার মধ্যে একজন ঝালদার ভূমিপুত্র তথা আইবি অফিসার মণীশ রঞ্জন মিশ্র। চার দিকে শুধু স্বজন হারানোর বেদনায় অশ্রুজল বইতে দেখা গিয়েছিল সেদিন। ‌এবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার যোগ্য জবাব দিল ভারত।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মধ্যে জবাব দিল ভারত। গত ২২ এপ্রিল যাঁদের সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিদের দল, তাঁদের প্রতি সুবিচার করেই জঙ্গিদের ঘাঁটি, প্রশিক্ষণের জায়গা রাফাল বিমানের সাহায্যে গুঁড়িয়ে দিয়েছে ভারত। সফল হয়েছে 'অপারেশন সিঁদুর'। মঙ্গলবার রাত ১টা ৪৪ মিনিট নাগাদ ভারতের তিন সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর'শুরু করে। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের জঙ্গি ঘাঁটি, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্রের সাহায্যে।
advertisement
5/6
India Operation Sindoor destroys terrorist camp in Pakistan retaliation for Pahalgam attack know where in pak india attacked
সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে এইসব জঙ্গি ঘাঁটিতে বসেই ভারতে হামলার ছক কষা হয়েছিল। সেনার তরফে স্পষ্ট ভাষায় এও জানানো হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনও পরিকাঠামোকে নিশানা করা হয়নি। তাদের লক্ষ্য ছিল স্থির। বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুলিই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। জইশ-ই-মহম্মদের হেডকোয়ার্টার থেকে লস্কর-ই-তৈবার ঘাঁটি, ভারতের নিশানায় ছিল সবই। অপারেশন সিঁদুরে অংশ নেওয়া বায়ুসেনার সমস্ত বিমানচালক নিরাপদে ফিরে এসেছেন। অপারেশন সিঁদুরের পর জানানো হয়েছে বায়ুসেনার তরফে।
advertisement
6/6
ছবির মতো সুন্দর কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাই গত মঙ্গলবার বদলে গিয়েছিল মৃত্যুপুরীতে। চোখের সামনে স্বজন হারানোর আর্তনাদ।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পর্যটকদের উপরে, মূলত পুরুষদের গুলি করে খুন করা হয়েছিল। মোট ২৫ জন পর্যটকের মৃত্যু হয়। আর তাঁদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান স্থানীয় এক যুবক, যিনি টাট্টু ঘোড়ার চালক ছিলেন। পহেলগাঁওয়ের এই হামলার পর থেকেই ফুঁসছিল গোটা দেশ। কবে প্রত্যাঘাত করবে ভারত? এই প্রশ্ন ঘুরছিল আমআদমির মনে। অবশেষে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। ভারতীয় সেনাবাহিনী, নৌসেনাবাহিনী এবং বায়ুসেনাবাহিনী- এই তিন বাহিনীর তরফে প্রত্যাঘাত করা হয়েছে। ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করেছে পাকিস্তান।
advertisement
advertisement
advertisement