Operation Sindoor: ৭১'এর যুদ্ধের পর প্রথমবার স্থল-নৌ-বায়ু সেনার দাপটে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ত্রাহি ত্রাহি রব!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ভারতের তরফে। পাকিস্তানের কোনও সেনাবাহিনী বা কোনও সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়নি। বেছে বেছে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি।
advertisement
advertisement
advertisement
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মধ্যে জবাব দিল ভারত। গত ২২ এপ্রিল যাঁদের সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিদের দল, তাঁদের প্রতি সুবিচার করেই জঙ্গিদের ঘাঁটি, প্রশিক্ষণের জায়গা রাফাল বিমানের সাহায্যে গুঁড়িয়ে দিয়েছে ভারত। সফল হয়েছে 'অপারেশন সিঁদুর'। মঙ্গলবার রাত ১টা ৪৪ মিনিট নাগাদ ভারতের তিন সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর'শুরু করে। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের জঙ্গি ঘাঁটি, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্রের সাহায্যে।
advertisement
সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে এইসব জঙ্গি ঘাঁটিতে বসেই ভারতে হামলার ছক কষা হয়েছিল। সেনার তরফে স্পষ্ট ভাষায় এও জানানো হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনও পরিকাঠামোকে নিশানা করা হয়নি। তাদের লক্ষ্য ছিল স্থির। বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুলিই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। জইশ-ই-মহম্মদের হেডকোয়ার্টার থেকে লস্কর-ই-তৈবার ঘাঁটি, ভারতের নিশানায় ছিল সবই। অপারেশন সিঁদুরে অংশ নেওয়া বায়ুসেনার সমস্ত বিমানচালক নিরাপদে ফিরে এসেছেন। অপারেশন সিঁদুরের পর জানানো হয়েছে বায়ুসেনার তরফে।
advertisement
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পর্যটকদের উপরে, মূলত পুরুষদের গুলি করে খুন করা হয়েছিল। মোট ২৫ জন পর্যটকের মৃত্যু হয়। আর তাঁদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান স্থানীয় এক যুবক, যিনি টাট্টু ঘোড়ার চালক ছিলেন। পহেলগাঁওয়ের এই হামলার পর থেকেই ফুঁসছিল গোটা দেশ। কবে প্রত্যাঘাত করবে ভারত? এই প্রশ্ন ঘুরছিল আমআদমির মনে। অবশেষে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। ভারতীয় সেনাবাহিনী, নৌসেনাবাহিনী এবং বায়ুসেনাবাহিনী- এই তিন বাহিনীর তরফে প্রত্যাঘাত করা হয়েছে। ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করেছে পাকিস্তান।