এইভাবেই কি গিড় অরণ্যে সিংহদের বিষপ্রয়োগ করা হয় ? প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও

Last Updated:
1/4
গতমাসেই প্রকাশ্যে আসে, একের পর এক সিংহর মৃত্য হচ্ছে গুজরাটের গির অরণ্যে ৷ 'এশিয়াটিক লায়ন'-এর সবচেয়ে বড় বিচরণ ভূমিতে হাহাকার ৷ গুজরাট বিধানসভায় দেওয়া তথ্য বলছে, গত দু বছরে সিংহ, সিংহ শাবক ও লেপার্ড মিলিয়ে মোট ২৬৫টি 'বিগ ক্যাট'-এর মৃত্যু হয়েছে গির-এ। প্রতিটি সিংহের মৃত্যুই অস্বাভাবিক, রহস্যজনক! Photo Source: News18Network
গতমাসেই প্রকাশ্যে আসে, একের পর এক সিংহর মৃত্য হচ্ছে গুজরাটের গির অরণ্যে ৷ 'এশিয়াটিক লায়ন'-এর সবচেয়ে বড় বিচরণ ভূমিতে হাহাকার ৷ গুজরাট বিধানসভায় দেওয়া তথ্য বলছে, গত দু বছরে সিংহ, সিংহ শাবক ও লেপার্ড মিলিয়ে মোট ২৬৫টি 'বিগ ক্যাট'-এর মৃত্যু হয়েছে গির-এ। প্রতিটি সিংহের মৃত্যুই অস্বাভাবিক, রহস্যজনক! Photo Source: News18Network
advertisement
2/4
 এবার প্রকাশ্যে এল একটি চাঞ্চল্যকর ভিডিও, যেখান স্পষ্ট দেখা যাচ্ছে কীভাবে সিংহদের বিষপ্রয়োগ করা হয়। জঙ্গলের ভিতরে এক ব্যক্তি চেয়ারে বসে রয়েছেন। তাঁর সামনে একটি সিংহী। ব্যক্তিটি সিংহীকে খাওয়ারের লোভ দেখাচ্ছে। Photo Source: News18Network
এবার প্রকাশ্যে এল একটি চাঞ্চল্যকর ভিডিও, যেখান স্পষ্ট দেখা যাচ্ছে কীভাবে সিংহদের বিষপ্রয়োগ করা হয়। জঙ্গলের ভিতরে এক ব্যক্তি চেয়ারে বসে রয়েছেন। তাঁর সামনে একটি সিংহী। ব্যক্তিটি সিংহীকে খাওয়ারের লোভ দেখাচ্ছে। Photo Source: News18Network
advertisement
3/4
ব্যক্তির হাতে ধরা একটি মুরগি। তিনি মুরগিটাকে একবার করে সিংহীটির সামনে আনছেন, একবার সরিয়ে নিচ্ছেন। ওই স্থানে সেই মুহূর্তে আরও মানুষও উপস্থিত ছিলেন। Photo Source: News18Network
ব্যক্তির হাতে ধরা একটি মুরগি। তিনি মুরগিটাকে একবার করে সিংহীটির সামনে আনছেন, একবার সরিয়ে নিচ্ছেন। ওই স্থানে সেই মুহূর্তে আরও মানুষও উপস্থিত ছিলেন। Photo Source: News18Network
advertisement
4/4
অবশেষে ব্যক্তি মুরগিটাকে সিংহীর দিকে ছুড়ে দেন। এর আগেও দুটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ধরা পড়েছে গিড় অরণ্যে সিংহকে বিষপ্রয়োগ করার ছবি।  Photo Source: News18Network
অবশেষে ব্যক্তি মুরগিটাকে সিংহীর দিকে ছুড়ে দেন। এর আগেও দুটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ধরা পড়েছে গিড় অরণ্যে সিংহকে বিষপ্রয়োগ করার ছবি। Photo Source: News18Network
advertisement
advertisement
advertisement