Coronavirus Update: দেশে সুস্থতার ছবি, কমছে দৈনিক আক্রান্তের সংখ্য়া
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Coronavirus Update: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৪৯২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্য়ু ৫১০,৯০৫ জন। গতকালের থেকে ৪,৮৩৭ জন কম আক্রান্ত হয়েছেন শুক্রবার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পাশাপাশি দেশব্যাপী জোরকদমে চলছে টিকাদান অভিযান, যা শুরু হয়েছিল গত বছরের ১৬ জানুয়ারি। প্রথম পর্যায়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সরাসরি জড়িত কর্মীদেরই এই টিকা দেওয়া হয়েছিল। গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে ফ্রন্ট লাইন ওয়ার্কারদের করোনা টিকা দেওয়া শুরু হয়। কোভিড টিকাদানের পরবর্তী ধাপটি গত বছরের ১ মার্চ থেকে শুরু হয়। নির্দিষ্ট কো-মর্বিডিটি থাকা ৬০ বছরের বেশি বয়সী এবং ৪৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু হয়। গত বছরের ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সকল মানুষের জন্য টিকাদান শুরু হয় এই দেশে।