Bouma in In Law's Home: সাবধান হন বউমারা, বরের সঙ্গে তেড়ে ঝগড়া করেন, শাশুড়ির অসুবিধা হলে আপনাকে ছাড়তে হতে পারে স্বামীর ঘর, দিল্লি হাইকোর্টের রায়ে চাঞ্চল্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Old Parents Care: বিয়ে হয়ে গেছে মানেই শ্বশুরবাড়িতে আপনার অধিকার পাকা, বেশি গন্ডগোল করলেই ছাড়তে হতে পারে শ্বশুরবাড়ি
আপনার চারপাশে দেখছেন নাকি এরকম কিছু! মা-বাবার বাড়িতে থেকে সেই বৃদ্ধ মা বা বাবার উপর অত্যাচার৷ কিম্বা পরিস্থিতি এতটাই বিষিয়ে তুলছেন ছেলে -বউমা যে বৃদ্ধ বা বৃদ্ধার কাছে জীবনের বাকি দিনকটা তিলে তিলে মৃত্যুর সমান৷ সমঝে যান-না হলে কিন্তু আয়েশের দিনে ফুলস্টপ পড়ল বলে৷ দিল্লি হাইকোর্টের রায় বুঝিয়ে দিয়েছে ছেলে -বউমার এই নক্কারজনক ব্যবহারের দিন শেষ৷ Photo- Representative
advertisement
আজকাল, স্বার্থপরতা মানুষের জীবনে গভীরভাবে প্রবেশ করেছে। এই স্বার্থপরতায় মানুষ কখন নিজের সবচেয়ে কাছের মানুষের ক্ষতি করে টের পায় না। হামেশাই খবর আসে বাবা-মায়ের ওপর ছেলে ও বউমার অত্যাচারের কথা। কিন্তু দিল্লি হাইকোর্ট এবার ছেলে ও পুত্রবধূকে কড়া নির্দেশ দিয়ে সিধে রাস্তায় এনে দিয়েছে৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement
এই ক্ষেত্রে, বয়স্ক আবেদনকারীরা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে ক্রমাগত পারিবারিক দ্বন্দ্বের কারণে অপ্রয়োজনীয় কষ্টের মধ্যে দিয়ে রোজকার জীবন কাটাচ্ছিলেন। পারিবারিক বিরোধ বা কলহ -ঝগড়া বাড়ির বয়স্ক নাগরিকদের সুস্থ জীবন থেকে দূরে নিয়ে যায়৷ এই রায় তাঁদের এই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধারের প্রয়োজনীয়তা ফুটিয়ে দেখায়৷
advertisement
পিতামাতা এবং প্রবীণ নাগরিক আইনের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণের উদ্ধৃতি দিয়ে, আবেদনকারী বলেছেন যে তিনি সম্পত্তির একমাত্র এবং নিবন্ধিত মালিক৷৷ তাঁর ছেলে বা বউমা কেউই তাঁকে বা তাঁর স্বামীর যত্ন নেননি। তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে ছেলে ও বউমার মধ্যে সর্বক্ষণের ঝগড়া ক্রমাগত অস্বস্তি এবং উত্তেজনার উৎস, যা ‘ধীরগতির মৃত্যুর’ সমান৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement