Income Tax Raid: মেঝের উপরেই পড়ে বান্ডিল বান্ডিল নোট! এখনও গোনা বাকি ৩৬টা ব্যাগ, কোথা থেকে এল এত টাকা?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
টাকার অঙ্ক ৩৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে সূত্রের খবর৷ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ কুমার সাহুর বাড়ি, অফিস সহ একাধিক জায়গা থেকে দফায় দফায় উদ্ধার হচ্ছে টাকার পাহাড়৷
advertisement
advertisement
advertisement
কংগ্রেস সাংসদের বাড়ি ও অফিসে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ যদিও বিষয়টি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস৷ প্রবীণ কংগ্রেস নেতা ট্যুইট করে জানিয়েছেন, ‘সাংসদ ধীরজ সাহুর ব্যবসার সঙ্গে কংগ্রেস কোনও ভাবেই যুক্ত নয়৷ এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল তার উত্তর একমাত্র উনিই দিতে পারবেন এবং এর উত্তর ওঁর দেওয়া উচিত৷’
advertisement
বৌধ ডিস্টিলারির বিভিন্ন সংস্থা এবং এই সংস্থারই রাইস মিলে এই তল্লাশি চালানো হচ্ছে বর্তমানে৷ এই সংস্থার সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন আয়কর আধিকারিকেরা৷ এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন কংগ্রেস সাংসদের ছেলে রীতেশ সাহু৷ দাদা উদয় শঙ্কর প্রসাদ সংস্থার চেয়ারম্যান৷ ধীরজ সাহুর রাঁচীর বাড়িতেও তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকেরা৷
advertisement
এক আয়কর আধিকারিক জানিয়েছেন, ‘‘এই কোম্পানির ২০১৯ এবং ২০২১ সালের নথিপত্র দেখেই আমাদের সন্দেহ হয়েছিল৷ ক্রমাগত, কম লাভ দেখানো হয়েছিল সংস্থার তরফে৷ ব্যালান্স শিটেও গরমিল ছিল৷ সেই কারণেই আয়কর হানার সিদ্ধান্ত৷’’ তিনি জানান, এই তল্লাশি চলবে এবং শুধু ৩০০ কোটি নয়, উদ্ধার হওয়া টাকার অঙ্ক আরও বাড়বে বলে অনুমান আধিকারিকদের৷