শুধু বিক্রম নয়, মহাকাশে গায়েব হয়েছিল এই ল্যান্ডারও, খোঁজ মিলেছিল ১১ বছর পর
Last Updated:
ব্রিটেনের মহাকাশযানের ল্যান্ডারের বিষয় জানেন ৷ বিক্রমের মতো সেটিও গায়েব হয়ে যায় মহাকাশ ৷ হদিশ মেলে প্রায় ১১ বছর পর ৷
লক্ষ লক্ষ কিলোমিটার যাত্রা করার পর চাঁদের থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ৷ কিন্তু রবিবারই অরবিটরের তোলা থার্মাল ইমেজে জানা গিয়েছিল, চাঁদের বুকেই রয়েছে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম। সোমবার জানা যায়, অক্ষত অবস্থাতেই চাঁদের জমিতে আছে বিক্রম। কীভাবে চাঁদের জমিতে নেমেছে বিক্রম, তা এখনও স্পষ্ট নয়। তবে, বিক্রমের কোনও ক্ষতি হয়নি। সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে ইসরো। তবে পরিকল্পনা মতো বিক্রম কাজ শুরু করতে পারবে কিনা, তা স্পষ্ট নয় এখনও। তবে বিক্রমের খোঁজ মেলায় নতুন করে আশায় ইসরো।
advertisement
দেশজুড়ে এখন সবার মনে একটাই প্রশ্ন ৷ ফের কী যোগাযোগ করা যাবে বিক্রমের সঙ্গে ৷ ইসরোর তরফে সমস্ত রকমের প্রচেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ তবে জানেন কী এটাই প্রথম নয় ৷ বিক্রমের আগেও মহাকাশে গায়েব হয়ে গিয়েছিল ল্যান্ডার ৷ তবে আশ্চর্যের বিষয় হচ্ছে কয়েক বছর পর মিলেছিল হদিশ ৷ ব্রিটেনের মহাকাশযানের ল্যান্ডারের বিষয় জানেন ৷ বিক্রমের মতো সেটিও গায়েব হয়ে যায় মহাকাশ ৷ হদিশ মেলে প্রায় ১১ বছর পর ৷
advertisement
advertisement
advertisement