করোনা আবহে বিক্রি নেই গণেশ মূর্তির ! মাথায় হাত মৃৎ শিল্পীদের ! দেখুন ছবি

Last Updated:
করোনা কবে যাবে কেউ জানে না। এত মূর্তি নিয়ে কি করবেন, ভেবে পাচ্ছেন না শিল্পীরা
1/10
গণেশ চতুর্থী। এবছর ২২ অগাস্ট পড়েছে এই তিথি। এই দিন মুম্বই শহরে প্রায় সব ঘরে ঘরেই হয় গণেশ পুজো। শুধু মুম্বই নয় সারা দেশেই আরাধনা হয় গণপতি বাপ্পার। কিন্তু এবছর করোনার জন্য বিক্রি নেই গণেশ মূর্তির। Image: AP
গণেশ চতুর্থী। এবছর ২২ অগাস্ট পড়েছে এই তিথি। এই দিন মুম্বই শহরে প্রায় সব ঘরে ঘরেই হয় গণেশ পুজো। শুধু মুম্বই নয় সারা দেশেই আরাধনা হয় গণপতি বাপ্পার। কিন্তু এবছর করোনার জন্য বিক্রি নেই গণেশ মূর্তির। Image: AP
advertisement
2/10
মূর্তি বিক্রি না হওয়ার সমস্যায় পড়েছেন মৃৎ শিল্পীরা। মুখে মাস্ক পড়ে গণেশের মূর্তিতে শেষ তুলির টান আঁকছেন হায়দরাবাদের শিল্পী। Image: AP
মূর্তি বিক্রি না হওয়ার সমস্যায় পড়েছেন মৃৎ শিল্পীরা। মুখে মাস্ক পড়ে গণেশের মূর্তিতে শেষ তুলির টান আঁকছেন হায়দরাবাদের শিল্পী। Image: AP
advertisement
3/10
বেশিরভাগ মূর্তিই বিক্রি হয়নি কলকাতাতেও। তবুও কাজ শেষ করছেন শিল্পী। Image: AP
বেশিরভাগ মূর্তিই বিক্রি হয়নি কলকাতাতেও। তবুও কাজ শেষ করছেন শিল্পী। Image: AP
advertisement
4/10
আহমেদাবাদেও একই অবস্থা বিক্রি নেই মূর্তির। করোনা ভাইরাসের জন্য এবার তেমন করে কোথাও হচ্ছে বড় করে পূজো। একেবারেই বিক্রি নেই বড় মূর্তির। Image: AP
আহমেদাবাদেও একই অবস্থা বিক্রি নেই মূর্তির। করোনা ভাইরাসের জন্য এবার তেমন করে কোথাও হচ্ছে বড় করে পূজো। একেবারেই বিক্রি নেই বড় মূর্তির। Image: AP
advertisement
5/10
কলকাতাতে বৃষ্টিতে ভিজে যাচ্ছে মুর্তি। বিক্রি হয়নি একেবারেই। আপ্রাণ চেষ্টা করছেন শিল্পীরা মূর্তি বাঁচানোর। Image: AP
কলকাতাতে বৃষ্টিতে ভিজে যাচ্ছে মুর্তি। বিক্রি হয়নি একেবারেই। আপ্রাণ চেষ্টা করছেন শিল্পীরা মূর্তি বাঁচানোর। Image: AP
advertisement
6/10
হায়দরাবাদের আর এক শিল্পীও আশায় বেঁধেছেন বুক ! পরের বছরের জন্যই তুলে রাখতে হবে সব। Image: AP
হায়দরাবাদের আর এক শিল্পীও আশায় বেঁধেছেন বুক ! পরের বছরের জন্যই তুলে রাখতে হবে সব। Image: AP
advertisement
7/10
সার দিয়ে পড়ে রয়েছে মূর্তি বিক্রি নেই। একে করোনা তাই বর্ষা। সব যেন বাঁধ সেধেছে এবছর। এই চিত্রও হায়দরাবাদের। Image: AP
সার দিয়ে পড়ে রয়েছে মূর্তি বিক্রি নেই। একে করোনা তাই বর্ষা। সব যেন বাঁধ সেধেছে এবছর। এই চিত্রও হায়দরাবাদের। Image: AP
advertisement
8/10
মুম্বইতে এবার গণেশের সঙ্গে সাজানো হয়েছে করোনাকেও। গণপতি বাপ্পা বধ করছেন করোনা অসুরকে। Image: AP
মুম্বইতে এবার গণেশের সঙ্গে সাজানো হয়েছে করোনাকেও। গণপতি বাপ্পা বধ করছেন করোনা অসুরকে। Image: AP
advertisement
9/10
করোনা কবে যাবে কেউ জানে না। এত মূর্তি নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না হায়দরাবাদের শিল্পীরা। Image: AP
করোনা কবে যাবে কেউ জানে না। এত মূর্তি নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না হায়দরাবাদের শিল্পীরা। Image: AP
advertisement
10/10
বয়সের ভারে ন্যুইয়ে না গিয়েও শেষ সজ্জায় ব্যস্ত আহমেদাবাদের শিল্পী। কিন্তু সকলের মুখে একটাই আক্ষেপের সুর। কবে মিলবে এই পরিস্থিতি থেকে মুক্তি ! Image: AP
বয়সের ভারে ন্যুইয়ে না গিয়েও শেষ সজ্জায় ব্যস্ত আহমেদাবাদের শিল্পী। কিন্তু সকলের মুখে একটাই আক্ষেপের সুর। কবে মিলবে এই পরিস্থিতি থেকে মুক্তি ! Image: AP
advertisement
advertisement
advertisement