Village of Bachelors: গ্রাম ভরে গেছে অবিবাহিত পুরুষে! যুবকদের বিয়ে দিতে অভিনব সিদ্ধান্ত নিল পঞ্চায়েত!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Brides From Orphanage: স্ত্রীর সামাজিক সুরক্ষা অটুট রাখতে বরের সম্পত্তির ৩০% থেকে ৫০% কনের জন্য আগেভাগেই লিখে রাখতে হবে
advertisement
এই সমস্যার সমাধানের উপায় খুঁজতে খুঁজতে এক অনন্য পন্থা নিয়েছেন জলগাঁও জেলার ভুসাভাল অঞ্চলের লেভা পাতিল গোষ্ঠীর মানুষ। গ্রাম পঞ্চায়েত এই জেলার অবিবাহিত যুবকদের বিয়ের জন্য অনাথাশ্রম থেকে মহিলাদের নির্বাচন করা শুরু করেছে। শুধু তাই নয়, এই মহিলাদের তথাকথিত সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য, বিয়ের আগেই বরদের তাঁদের ৩০% থেকে ৫০% সম্পত্তি নিজের বউয়ের নামে বন্ধক রাখতেও বলা হয়েছে।
advertisement
advertisement
advertisement
যদি আইনি অনুমতি দেওয়া হয়, তাহলে অনাথাশ্রমের মহিলারা লেভা পাতিল সম্প্রদায়ের যুবকদের বিয়ে করতে পারবে। যদি বিবাহ-পরবর্তী দ্বন্দ্ব দেখা দেয় তাহলে স্ত্রীর সামাজিক সুরক্ষা অটুট রাখতে বরের সম্পত্তির ৩০% থেকে ৫০% কনের জন্য আগেভাগেই লিখে রাখতে হবে বলেও ঠিক করা হয়েছে। এই শর্ত পূরণ হলে তবেই বিয়ে হতে পারে।
advertisement
এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, এই ধরণের বিয়ের আইনি দিকগুলি বোঝার জন্য এবং এই জাতীয় অনাথাশ্রমের তথ্য সংগ্রহের জন্য একটি সমীক্ষাও আয়োজিত হচ্ছে। আগামী মে মাসেই, লেভা পাতিল সম্প্রদায়ের সদস্যরা ওয়ার্ধা, ঔরঙ্গাবাদ এবং রাজস্থানের অনাথআশ্রমে যাবেন এবং প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।