New Helmet Rules: ছোটদের নিয়ে বাইকে যাতায়াত? এবার বদলাচ্ছে নিয়ম... স্পিডোমিটার ৪০ পেরোলেই যা হতে চলেছে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
New Helmet rules: শিশুদের নিয়ে মোটর বাইক চালানোর ক্ষেত্রে নতুন নিরাপত্তা নিয়ম গুলি কী কী তা জেনে নিন...
advertisement
advertisement
৩.সেফটি হার্নেস চালক এবং শিশু উভয়কেই পরতে হবে এটি নিশ্চিত করার জন্য যাতে শিশুটি চালকের সঙ্গে সংযুক্ত থাকে এবং কোনোভাবেই চলন্ত গাড়ি থেকে পড়ে না যায়। ৪.সেফটি হার্নেস গুলিকে শক্তপোক্ত এবং হালকা ওজনের হতে হবে। সেগুলির ধারণ ক্ষমতা হতে হবে ৩০ কেজি পর্যন্ত। ৫. ৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের জন্য কার্যকরী হবে এই নিয়মগুলি।
advertisement
সুরক্ষার কথা ভেবেই এই নতুন বিধি চালু করতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের এই নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাইক চড়তে গেলে শিশুদের পরতেই হবে সেফটি হার্নেস। এই সেফটি হার্নেস হল এক ধরণের জ্যাকেট জাতীয় জিনিস, যা শিশুটিকে স্ট্র্যাপের মাধ্যমে পরানো হবে। এই স্ট্র্যাপগুলি শিশুটিকে পিছনে বসে থাকা অবস্থায় চালকের সঙ্গে আটকে থাকতে সাহায্য করে।
advertisement
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী, হার্নেসগুলিকে টেকসই, হালকা ওজনের, জলবিরোধী এবং আরামদায়ক হতে হবে। ভারী নাইলন বা মাল্টি ফিলামেন্ট নাইলন উপাদান দিয়ে তৈরি হতে হবে হার্নেস।এদিন এই বিজ্ঞপ্তি জারি করা হলেও এখনই চালু হচ্ছে না নয়া নিয়ম। এই নতুন নিয়ম আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে দেশে কার্যকর হবে।