পহেলগাঁও হামলার দিনই কেন বন্ধ ছিল দোকান? সন্দেহের তির 'চা-ওয়ালা'র দিকে! NIA-র জেরায় ফাঁস ভয়ঙ্কর তথ্য

Last Updated:
Pahalgam Terror Attack: প্রায় ১০০ জন স্থানীয়কে জেরা পহেলগাঁওয়ের ওই পর্যটন কেন্দ্রের আশেপাশের স্থানীয়দের জেরা করে এনআইএ জানতে পারে, একজন চা বিক্রেতা, যিনি প্রতিদিন দোকান খুলতেন, হঠাৎ করেই হামলার দিন দোকান বন্ধ রেখেছিলেন।
1/9
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়ঙ্কর জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে (NIA)। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—ঘটনাস্থলে চা বিক্রি করতেন এক ব্যক্তি, যিনি মাত্র ১৫ দিন আগে সেখানে দোকান খুলেছিলেন। হামলার দিন হঠাৎই বন্ধ ছিল তাঁর দোকান। এই ‘সন্দেহজনক’ তথ্য জানতে পারার পর কড়া জেরা শুরু করেছে তদন্তকারী সংস্থা।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়ঙ্কর জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে (NIA)। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—ঘটনাস্থলে চা বিক্রি করতেন এক ব্যক্তি, যিনি মাত্র ১৫ দিন আগে সেখানে দোকান খুলেছিলেন। হামলার দিন হঠাৎই বন্ধ ছিল তাঁর দোকান। এই ‘সন্দেহজনক’ তথ্য জানতে পারার পর কড়া জেরা শুরু করেছে তদন্তকারী সংস্থা। (Representative Image: AI)
advertisement
2/9
প্রায় ১০০ জন স্থানীয়কে জেরা পহেলগাঁওয়ের ওই পর্যটন কেন্দ্রের আশেপাশের স্থানীয়দের জেরা করে এনআইএ জানতে পারে, একজন চা বিক্রেতা, যিনি প্রতিদিন দোকান খুলতেন, হঠাৎ করেই হামলার দিন দোকান বন্ধ রেখেছিলেন।
প্রায় ১০০ জন স্থানীয়কে জেরা পহেলগাঁওয়ের ওই পর্যটন কেন্দ্রের আশেপাশের স্থানীয়দের জেরা করে এনআইএ জানতে পারে, একজন চা বিক্রেতা, যিনি প্রতিদিন দোকান খুলতেন, হঠাৎ করেই হামলার দিন দোকান বন্ধ রেখেছিলেন। (Representative Image: AI)
advertisement
3/9
ফলে সন্দেহ ঘনীভূত হয় তাঁর ওপর। একটি সূত্র জানিয়েছে, “এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁর ইন্টারনেট প্রোটোকল ডিটেল রেকর্ড (IPDR) খতিয়ে দেখছেন, যাতে কিছু সূত্র মেলে।”
ফলে সন্দেহ ঘনীভূত হয় তাঁর ওপর। একটি সূত্র জানিয়েছে, “এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁর ইন্টারনেট প্রোটোকল ডিটেল রেকর্ড (IPDR) খতিয়ে দেখছেন, যাতে কিছু সূত্র মেলে।” (Representative Image: AI)
advertisement
4/9
স্থানীয়দের তালিকা তৈরি করে জেরাপ্রথমে এনআইএ গোটা এলাকার স্থানীয় বাসিন্দাদের একটি তালিকা তৈরি করে। তারপর একে একে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনাকালে যারা উপস্থিত ছিলেন, এমন ব্যক্তিদের প্রথমে সন্দেহের তালিকায় রাখা হয়।
স্থানীয়দের তালিকা তৈরি করে জেরা প্রথমে এনআইএ গোটা এলাকার স্থানীয় বাসিন্দাদের একটি তালিকা তৈরি করে। তারপর একে একে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনাকালে যারা উপস্থিত ছিলেন, এমন ব্যক্তিদের প্রথমে সন্দেহের তালিকায় রাখা হয়। (Representative Image: AI)
advertisement
5/9
একটি কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, “এনআইএ এই তদন্ত করছে। আমরাও তাঁদের সাহায্য করছি এবং সব স্থানীয়দের তাঁদের কাছে পাঠানো হচ্ছে।”
একটি কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, “এনআইএ এই তদন্ত করছে। আমরাও তাঁদের সাহায্য করছি এবং সব স্থানীয়দের তাঁদের কাছে পাঠানো হচ্ছে।” (Representative Image: AI)
advertisement
6/9
 জেরা করা হয়েছে ঘোড়াওয়ালা, দোকানদার, ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের।যুবককে ক্লিনচিট দিল এনআইএ এক পর্যটকের মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গিয়েছিল এক যুবক গুলি চলার সময় ‘আল্লাহু আকবর’ বলছেন।
জেরা করা হয়েছে ঘোড়াওয়ালা, দোকানদার, ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। যুবককে ক্লিনচিট দিল এনআইএ এক পর্যটকের মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গিয়েছিল এক যুবক গুলি চলার সময় ‘আল্লা হু আকবর’ বলছেন। (Representative Image: AI)
advertisement
7/9
তাঁকেও জেরা করে এনআইএ। কিন্তু পরে তাঁকে ক্লিনচিট দেওয়া হয়। ওই যুবক জানান, গুলির শব্দ শুনে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, তাই এই কথা উচ্চারণ করেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
তাঁকেও জেরা করে এনআইএ। কিন্তু পরে তাঁকে ক্লিনচিট দেওয়া হয়। ওই যুবক জানান, গুলির শব্দ শুনে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, তাই এই কথা উচ্চারণ করেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। (Representative Image: AI)
advertisement
8/9
তিনি জানান, বাড়ি ফিরে গিয়েও এই ঘটনা কাউকে জানাননি, এমনকি পুলিশকেও নয়।এই মুহূর্তে ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তেজনার পর্যায়ে রয়েছে, আর তার মধ্যেই পহেলগাঁওয়ে এমন জঙ্গি হানার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
তিনি জানান, বাড়ি ফিরে গিয়েও এই ঘটনা কাউকে জানাননি, এমনকি পুলিশকেও নয়। এই মুহূর্তে ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তেজনার পর্যায়ে রয়েছে, আর তার মধ্যেই পহেলগাঁওয়ে এমন জঙ্গি হানার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। (Representative Image: AI)
advertisement
9/9
প্রায় ১০০ জন স্থানীয়কে জেরাপহেলগাঁওয়ের ওই পর্যটন কেন্দ্রের আশেপাশের স্থানীয়দের জেরা করে এনআইএ জানতে পারে, একজন চা বিক্রেতা, যিনি প্রতিদিন দোকান খুলতেন, হঠাৎ করেই হামলার দিন দোকান বন্ধ রেখেছিলেন। ফলে সন্দেহ ঘনীভূত হয় তাঁর ওপর। একটি সূত্র জানিয়েছে, “এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁর ইন্টারনেট প্রোটোকল ডিটেল রেকর্ড (IPDR) খতিয়ে দেখছেন, যাতে কিছু সূত্র মেলে।”
প্রায় ১০০ জন স্থানীয়কে জেরা পহেলগাঁওয়ের ওই পর্যটন কেন্দ্রের আশেপাশের স্থানীয়দের জেরা করে এনআইএ জানতে পারে, একজন চা বিক্রেতা, যিনি প্রতিদিন দোকান খুলতেন, হঠাৎ করেই হামলার দিন দোকান বন্ধ রেখেছিলেন। ফলে সন্দেহ ঘনীভূত হয় তাঁর ওপর। একটি সূত্র জানিয়েছে, “এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁর ইন্টারনেট প্রোটোকল ডিটেল রেকর্ড (IPDR) খতিয়ে দেখছেন, যাতে কিছু সূত্র মেলে।” (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement