New Delhi: ‘হঠাৎ প্যান্টের চেনে হাত...,’ মহিলার সাথে ভয়াবহ ঘটনা...দিনের আলোয়, ভিড় রাস্তায়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এরপর ওই মহিলা বুদ্ধি করে পুলিশ কন্ট্রোল রুম অথবা মহিলা হেল্পলাইনে যোগাযোগ করার চেষ্টা করেন; কিন্তু পাননি। এরপর তিনি গুগলে নিকটতম থানার যোগাযোগ নম্বরটি অনুসন্ধান করেন এবং ঘটনাটি ফোন করে জানান।
advertisement
advertisement
advertisement
ওই মহিলা ভিডিয়োয় বলেন, ‘‘আমি ক্যাবের জন্য অপেক্ষা করছিলাম, একটা লোক পাশেই দাঁড়িয়েছিল৷ হঠাৎ দেখি সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। প্রথমে আমি অন্যদের মতোই উপেক্ষা করেছিলাম, কিন্তু তারপর আমি লক্ষ্য করলাম যে তার প্যান্টের জিপার খোলা ছিল এবং সে আক্ষরিক অর্থেই আমার দিকে তাকিয়ে এবং আমার সামনে হস্তমৈথুন করছিল৷’’ Generated image
advertisement
advertisement
এরপর ওই মহিলা বুদ্ধি করে পুলিশ কন্ট্রোল রুম অথবা মহিলা হেল্পলাইনে যোগাযোগ করার চেষ্টা করেন; কিন্তু পাননি। এরপর তিনি গুগলে নিকটতম থানার যোগাযোগ নম্বরটি অনুসন্ধান করেন এবং ঘটনাটি ফোন করে জানান। তবে, তাঁকে লিখিত অভিযোগ দায়ের করার জন্য সশরীরে থানায় যেতে বলা হয়। তখন ওই মহিলা লোকটির কুকর্ম ভিডিও রেকর্ড করতে শুরু করেন৷ Generated image
advertisement
advertisement
advertisement