National News: স্ক্রু ড্রাইভার দিয়ে ভয়ঙ্কর কাজ...রক্ত দেখে পুলিশ যা ভেবেছিল সম্পূর্ণ ভুল! পোস্টমর্টেমে সামনে এল অন্য অত্যাচার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পরের দিন তাঁরা মোরাদাবাদের কোতোয়ালি মৈনাথের মাঠে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করে যে খুনের আগে সায়রাকে ধর্ষ*ণ করা হয়েছিল৷ কারণ,...
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
[caption id="" align="alignnone" width="1200"] রফি জানায়,'খুনের পর স্নান করে ঘুমিয়ে পড়েছিল' সে৷ রফি পুলিশকে বলে, ‘‘ সে সায়রাকে ভালবাসত, কিন্তু সে তার অনুভূতির প্রতিদান দেয়নি। সে বলেছিল যে কয়েকদিন আগে, গ্রামের এক লোক তাকে মারধর করে সে। তার সন্দেহ ছিল যে সায়রা তাকে মারধরকারী ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে আছে৷’’ Generated image</dd>
<dd>[/caption]
advertisement
ঘটনার পর সে দু’দিন ধরে সে সায়রার পিছু পিছু ঘুরে বেড়ায়। শনিবার সে মাঠের দিকে সায়রার পিছু নেয় এবং স্ক্রু ড্রাইভার দিয়ে তাকে ১৮ বার কোপায়৷ পুলিশ জানিয়েছে, ‘‘সায়রা যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, রফির কাছে প্রাণভিক্ষা চাইছিল, তখন রফি স্ক্রু ড্রাইভার দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করে। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়। তারপর রফি সায়রার দেহকে ঝাঁকিয়ে যখন নিশ্চিত হয় যে সে মারা গেছে, তখন সে বাড়ি গিয়ে স্নান করে, পোশাক বদলে ঘুমিয়ে পড়ে৷’’ Generated image