Narendra Modi: ‘দশ দানম মঞ্জুষা’! বাইডেনকে ১০ ধরনের উপহার দিলেন মোদি, কী কী রয়েছে সেই তালিকায়? জানেন..

Last Updated:
ভারতীয় সংস্কৃত অনুযায়ী বিডেনকে দশ ধরনের দান বা ‘দশ দানম মঞ্জুষা’ উপহার দিয়েছেন মোদি। দশ ধরনের দানের জন্যে বিশেষ হস্তনির্মিত কাঠের বাক্সও ছিল।
1/8
মার্কিন সফরে জো বাইডেনকে উপনিষদ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপনিষদকে সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক উইলিয়াম বাটলার ইয়েটস। তাঁর সেই অনুদিত বইটিই আমেরিকার রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন মোদি।
মার্কিন সফরে জো বাইডেনকে উপনিষদ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপনিষদকে সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক উইলিয়াম বাটলার ইয়েটস। তাঁর সেই অনুদিত বইটিই আমেরিকার রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন মোদি।
advertisement
2/8
মার্কিন কংগ্রেসের আমন্ত্রণে আমেরিকায় গিয়েছেন মোদি। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্যে হয়েছে এলাহি আয়োজন। এদিন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। চলে উপহার দেওয়া-নেওয়াও। বিদেশ সফরে গেলে সাধারণত, রাষ্ট্রনায়কদের হাতে ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত উপহার তুলে দেন মোদি। যেমন, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে দিয়েছিলেন গীতা। এবার আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনকে দিলেন উপনিষদ।
মার্কিন কংগ্রেসের আমন্ত্রণে আমেরিকায় গিয়েছেন মোদি। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্যে হয়েছে এলাহি আয়োজন। এদিন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। চলে উপহার দেওয়া-নেওয়াও। বিদেশ সফরে গেলে সাধারণত, রাষ্ট্রনায়কদের হাতে ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত উপহার তুলে দেন মোদি। যেমন, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে দিয়েছিলেন গীতা। এবার আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনকে দিলেন উপনিষদ।
advertisement
3/8
শুধু উপনিষদ নয়, ভারতীয় সংস্কৃত অনুযায়ী বাইডেনকে দশ ধরনের দান বা ‘দশ দানম মঞ্জুষা’ উপহার দিয়েছেন মোদি। দশ ধরনের দানের জন্যে বিশেষ হস্তনির্মিত কাঠের বাক্সও ছিল। এটা রাজস্থানে জয়পুরের শিল্পীরা কর্ণাটকের চন্দন কাঠ থেকে তৈরি করেছেন। এই বাক্সের ভিতর দেওয়া হয়েছে কলকাতার কারিগরদের তৈরি বিঘ্নহর্তা গণেশের রূপোর মূর্তি, রূপোর তৈরি নারকেল, তামার প্রদীপ।
শুধু উপনিষদ নয়, ভারতীয় সংস্কৃত অনুযায়ী বাইডেনকে দশ ধরনের দান বা ‘দশ দানম মঞ্জুষা’ উপহার দিয়েছেন মোদি। দশ ধরনের দানের জন্যে বিশেষ হস্তনির্মিত কাঠের বাক্সও ছিল। এটা রাজস্থানে জয়পুরের শিল্পীরা কর্ণাটকের চন্দন কাঠ থেকে তৈরি করেছেন। এই বাক্সের ভিতর দেওয়া হয়েছে কলকাতার কারিগরদের তৈরি বিঘ্নহর্তা গণেশের রূপোর মূর্তি, রূপোর তৈরি নারকেল, তামার প্রদীপ।
advertisement
4/8
এছাড়াও, চন্দন কাঠের বাক্সে রয়েছে মহীশূরের সুগন্ধি চন্দন, তামিলনাড়ুর তিল, রাজস্থানের ২৪ ক্যারেট সোনার মুদ্রা, পঞ্জাবের ঘি, ঝাড়খণ্ডের সিল্ক কাপড়, উত্তরাখণ্ডের চাল, মহারাষ্ট্রের গুড়, রাজস্থান এবং গুজরাতের লবণ এবং ৯৯.৫ শতাংশ বিশুদ্ধ রৌপ্য মুদ্রা।
এছাড়াও, চন্দন কাঠের বাক্সে রয়েছে মহীশূরের সুগন্ধি চন্দন, তামিলনাড়ুর তিল, রাজস্থানের ২৪ ক্যারেট সোনার মুদ্রা, পঞ্জাবের ঘি, ঝাড়খণ্ডের সিল্ক কাপড়, উত্তরাখণ্ডের চাল, মহারাষ্ট্রের গুড়, রাজস্থান এবং গুজরাতের লবণ এবং ৯৯.৫ শতাংশ বিশুদ্ধ রৌপ্য মুদ্রা।
advertisement
5/8
ভারতীয় সংস্কৃতিতে দীর্ঘ জীবন কামনায় দশটি জিনিস বা ‘দশ দানম’ উপহার হিসেবে দেওয়া হয়। মোদি সেগুলোই তুলে দিয়েছেন বাইডেনের হাতে।
ভারতীয় সংস্কৃতিতে দীর্ঘ জীবন কামনায় দশটি জিনিস বা ‘দশ দানম’ উপহার হিসেবে দেওয়া হয়। মোদি সেগুলোই তুলে দিয়েছেন বাইডেনের হাতে।
advertisement
6/8
জো বাইডেন আমেরিকার সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপতি। ১৯৪২ সালের ৩০ নভেম্বর জন্ম। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, আশি বছর আট মাস বয়সি ব্যক্তি এক হাজার পূর্ণ চন্দ্র প্রত্যক্ষ করেন। বাইডেনও ৮০ পেরিয়েছেন। ৩ জুলাই তাঁর ‘সহস্র পূর্ণ চন্দ্রায়ম’। ঠিক সেই সময়েই মোদির এই উপহার।
জো বাইডেন আমেরিকার সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপতি। ১৯৪২ সালের ৩০ নভেম্বর জন্ম। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, আশি বছর আট মাস বয়সি ব্যক্তি এক হাজার পূর্ণ চন্দ্র প্রত্যক্ষ করেন। বাইডেনও ৮০ পেরিয়েছেন। ৩ জুলাই তাঁর ‘সহস্র পূর্ণ চন্দ্রায়ম’। ঠিক সেই সময়েই মোদির এই উপহার।
advertisement
7/8
শুধু বাইডেনের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা নয়, তাঁর আগ্রহের প্রতিও মোদির সমান নজর দিয়েছেন মোদি। আমেরিকার রাষ্ট্রপতির প্রিয় লেখক উইলিয়াম বাটলার ইয়েটস। বক্তৃতার সময় মাঝে মধ্যেই তাঁর লেখা উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেন বাইডেন। আবার আবার ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি অগাধ আস্থা ইয়েটসের। উপনিষদের ইংরেজি অনুবাদ করেছেন তিনি। একারণেই প্রিয় সাহিত্যিকের লেখা এবং ভারতীয় সংস্কৃতিতে জারিত ইয়েটেস অনুদিত ‘দ্য টেন প্রিন্সিপাল উপনিষদ’ তুলে দিয়েছেন বাইডেনের হাতে।
শুধু বাইডেনের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা নয়, তাঁর আগ্রহের প্রতিও মোদির সমান নজর দিয়েছেন মোদি। আমেরিকার রাষ্ট্রপতির প্রিয় লেখক উইলিয়াম বাটলার ইয়েটস। বক্তৃতার সময় মাঝে মধ্যেই তাঁর লেখা উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেন বাইডেন। আবার আবার ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি অগাধ আস্থা ইয়েটসের। উপনিষদের ইংরেজি অনুবাদ করেছেন তিনি। একারণেই প্রিয় সাহিত্যিকের লেখা এবং ভারতীয় সংস্কৃতিতে জারিত ইয়েটেস অনুদিত ‘দ্য টেন প্রিন্সিপাল উপনিষদ’ তুলে দিয়েছেন বাইডেনের হাতে।
advertisement
8/8
ফার্স্ট লেডি জিল বাইডেনকেও বিশেষ উপহার দিয়েছেন মোদি। সাড়ে সাত ক্যারাটের সবুজ হিরে। হাতে তৈরি কাগজের বাস্কে হিরেটা রাখা। কাশ্মীরের শিল্পীরা পেপার ম্যাশে শিল্পের জন্য বহু শতাব্দী ধরে বিশ্ব জুড়ে বিখ্যাত, মোদির নিজ রাজ্য গুজরাতের সুরাত শহর, যা 'ডায়মন্ড সিটি' নামে পরিচিত, আমদানি করা হিরে কাটা এবং পালিশ করার জন্য বিখ্যাত। এখন তা 'ল্যাব গ্রোন ডায়মন্ডস'-এর একটি বড় কেন্দ্রে পরিণত হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে। এই হিরে উপহার মোদির 'মেক ইন ইন্ডিয়া' মিশনের সাফল্যের একটি উজ্জ্বল উদাহরণও।
ফার্স্ট লেডি জিল বাইডেনকেও বিশেষ উপহার দিয়েছেন মোদি। সাড়ে সাত ক্যারাটের সবুজ হিরে। হাতে তৈরি কাগজের বাস্কে হিরেটা রাখা। কাশ্মীরের শিল্পীরা পেপার ম্যাশে শিল্পের জন্য বহু শতাব্দী ধরে বিশ্ব জুড়ে বিখ্যাত, মোদির নিজ রাজ্য গুজরাতের সুরাত শহর, যা 'ডায়মন্ড সিটি' নামে পরিচিত, আমদানি করা হিরে কাটা এবং পালিশ করার জন্য বিখ্যাত। এখন তা 'ল্যাব গ্রোন ডায়মন্ডস'-এর একটি বড় কেন্দ্রে পরিণত হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে। এই হিরে উপহার মোদির 'মেক ইন ইন্ডিয়া' মিশনের সাফল্যের একটি উজ্জ্বল উদাহরণও।
advertisement
advertisement
advertisement