'করোনার বিরুদ্ধে জয় সুনিশ্চিত', দুর্গা পুজোর প্যান্ডেলে কম ভিড়ের প্রশংসায় মোদি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দুর্গা পুজো মণ্ডপে আগে মেলার মতো ভিড় হত৷ কিন্তু এ বছরের ছবিটা সম্পূর্ণ অন্যরকম৷ কারণ মানুষ সংযমী হয়েছেন, ধৈর্যের পরীক্ষায় জয়ী হয়েছেন৷ তাই করোনার বিরুদ্ধে লড়াইতেও জয় সুনিশ্চিত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন দেশবাসীকে বিজয়া দশমী বা দশেরার শুভেচ্ছা জানিয়ে মন কি বাত-এ একথাই বললেন প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
advertisement
এ বছর কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গেই দুর্গা পুজো মণ্ডপগুলি ফাঁকাই থেকেছে, রাস্তাতেও অনেক কম মানুষ পুজো উদযাপনে বেরিয়েছেন৷ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আগে দুর্গা পুজোর সময় মায়ের দর্শন করতে পুজো প্যান্ডালগুলিতে মেলার মতো ভিড় লেগে থাকত৷ কিন্তু এ বছর তা হয়নি৷ আগে দশেরাতেও বড় বড় মেলা হত, রামলীলার রীতি পালনও বড় আকর্ষণ ছিল, গুজরাতের নবরাত্রির আয়োজনে গরবার সুর চতুর্দিকে ছড়িয়ে পড়ত৷ এবার সবকিছুতেই বিধিনিষেধ রয়েছে৷'
advertisement
advertisement
পাশাপাশি উৎসবের আনন্দ, উল্লাসের মধ্যেও লকডাউনের কঠিন সময়কে ভুলে না যেতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷ সাফাইকর্মী, পরিচারক-পরিচারিকার, দুধওয়ালা, নিরাপত্তরক্ষীদের মতো যাঁরা নিরন্তর পরিষেবা দিয়ে যাঁরা লকডাউনের সময় মানুষের পাশে থেকেছেন, তাঁদেরকে উৎসবের সময় পরিবারের একজন ভেবে সামিল করে নিতে অনুরোধ করেছেন নরেন্দ্র মোদি৷
advertisement