কী শিখবে কী ভাবে শিখবে ছাত্রছাত্রী, কতটা বদলাল স্কুল শিক্ষার নিয়মকানুন, বাবা মায়েরা জানুন

Last Updated:
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক নয়। সরাসরি শিক্ষামন্ত্রক। আমূল বদল শিক্ষানীতিতে, একনজরে বাবা মায়েরা জানুন কতটা বদলাল স্কুল শিক্ষার নিয়মকানুন-
1/5
আমূল বদলে গেলে দেশের শিক্ষানীতি। ১৯৮৬ সালের পর এই প্রথম এতবড় রদবদল। ঠিক কী কী বদল আসছে স্কুল চৌহদ্দিতে? জানুন-
আমূল বদলে গেলে দেশের শিক্ষানীতি। ১৯৮৬ সালের পর এই প্রথম এতবড় রদবদল। ঠিক কী কী বদল আসছে স্কুল চৌহদ্দিতে? জানুন-
advertisement
2/5
এখন স্কুল শিক্ষা ১০+২ নীতিতে চলে। এই নীতি বদলে স্কুলের চৌহদ্দিতে আরও তিন বছর যোগ হল। ভেঙে দেওয়া হল পুরনো ধাঁচাও। নতুন ধাঁচায় স্কুল শিক্ষা হবে ৫+৩+৩+৪ নীতিতে।
এখন স্কুল শিক্ষা ১০+২ নীতিতে চলে। এই নীতি বদলে স্কুলের চৌহদ্দিতে আরও তিন বছর যোগ হল। ভেঙে দেওয়া হল পুরনো ধাঁচাও। নতুন ধাঁচায় স্কুল শিক্ষা হবে ৫+৩+৩+৪ নীতিতে।
advertisement
3/5
প্রি প্রাইমারি স্তরকেও এবার স্কুল শিক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে। এবার থেকে কমবে পাঠ্যক্রমের বোঝা। বিশেষ পরীক্ষা হবে তৃতীয়,পঞ্চম ও অষ্টম শ্রেণিতে।
প্রি প্রাইমারি স্তরকেও এবার স্কুল শিক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে। এবার থেকে কমবে পাঠ্যক্রমের বোঝা। বিশেষ পরীক্ষা হবে তৃতীয়,পঞ্চম ও অষ্টম শ্রেণিতে।
advertisement
4/5
মাতৃভাষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে এবারের শিক্ষানীতিতে। বলা হচ্ছে পঞ্চম শ্রেণি পর্যন্ত, সম্ভব হলে অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দিতে হবে। তবে এরই সঙ্গে বাধ্যতামূলক ভাবে পড়াতে হবে ইংরেজি।
মাতৃভাষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে এবারের শিক্ষানীতিতে। বলা হচ্ছে পঞ্চম শ্রেণি পর্যন্ত, সম্ভব হলে অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দিতে হবে। তবে এরই সঙ্গে বাধ্যতামূলক ভাবে পড়াতে হবে ইংরেজি।
advertisement
5/5
মুখস্ত নয়, নতুন শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়া হবে প্রয়োগে। থাকবে হাতেকলমে কাজ শেখার সুযোগ। ক্লাস সিক্স থেকে কোডিং শেখানোর প্রস্তুতি নেওয়া হবে একজন ছাত্রকে।
মুখস্ত নয়, নতুন শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়া হবে প্রয়োগে। থাকবে হাতেকলমে কাজ শেখার সুযোগ। ক্লাস সিক্স থেকে কোডিং শেখানোর প্রস্তুতি নেওয়া হবে একজন ছাত্রকে।
advertisement
advertisement
advertisement