ধুয়ে দিয়েছিলেন পা, এ বার ব্যক্তিগত সঞ্চয় থেকে কুম্ভমেলার সাফাইকর্মীদের ২১ লক্ষ টাকা দান করলেন মোদি

Last Updated:
1/7
♦ কুম্ভমেলায় গিয়ে গঙ্গায় পূণ্যস্নান সারার পর ভক্তিভরে মা গঙ্গার পুজোও সেরেছেন তিনি ৷ এরপরেই ঘটে সেই অভিনব ঘটনা ৷ কুম্ভের পাঁচজন সাফাইকর্মীর পা ধুইয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সংবাদমাধ্যমের দৌলতে সেই ছবি দেখেছেন গোটা দেশবাসী ৷
♦ কুম্ভমেলায় গিয়ে গঙ্গায় পূণ্যস্নান সারার পর ভক্তিভরে মা গঙ্গার পুজোও সেরেছেন তিনি ৷ এরপরেই ঘটে সেই অভিনব ঘটনা ৷ কুম্ভের পাঁচজন সাফাইকর্মীর পা ধুইয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সংবাদমাধ্যমের দৌলতে সেই ছবি দেখেছেন গোটা দেশবাসী ৷
advertisement
2/7
♦ এ বার সাফাইকর্মীদের কল্যাণে নিজের সঞ্চয়ের ২১ লক্ষ টাকা দান করলেন নরেন্দ্র মোদী৷ বুধবার প্রধানমন্ত্রীর অফিস থেকে এই ঘোষণা করা হয়৷
♦ এ বার সাফাইকর্মীদের কল্যাণে নিজের সঞ্চয়ের ২১ লক্ষ টাকা দান করলেন নরেন্দ্র মোদী৷ বুধবার প্রধানমন্ত্রীর অফিস থেকে এই ঘোষণা করা হয়৷
advertisement
3/7
♦ ‘স্বচ্ছ কুম্ভ স্বচ্ছ আবহার’ অনুষ্ঠানে মোদী সাফাইকর্মীদের পা ধুয়ে দেন। এই অনুষ্ঠানের উদ্দেশ্যই ছিল কুম্ভমেলাকে স্বচ্ছ রাখতে যাঁরা নিঃশব্দে অবদান রাখেন তাঁদের প্রতি সম্মান প্রদর্শন। এই অনুষ্ঠানে সাফাইকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন ৷
♦ ‘স্বচ্ছ কুম্ভ স্বচ্ছ আবহার’ অনুষ্ঠানে মোদী সাফাইকর্মীদের পা ধুয়ে দেন। এই অনুষ্ঠানের উদ্দেশ্যই ছিল কুম্ভমেলাকে স্বচ্ছ রাখতে যাঁরা নিঃশব্দে অবদান রাখেন তাঁদের প্রতি সম্মান প্রদর্শন। এই অনুষ্ঠানে সাফাইকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন ৷
advertisement
4/7
♦ সাফাই কর্মীদের এই অবদানকে স্বীকার করে মোদী তাদের তহবিলে ২১ লক্ষ টাকা দান করেন৷ তবে এই প্রথম নয়৷ এর আগে নানা সমাজকল্যাণমূলক কাজে মোদীকে অর্থদান করতে দেখা গিয়েছে৷ কোন খাতে তিনি কত অর্থদান করেছেন তা ট্যুইট করে জানানো হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে৷
♦ সাফাই কর্মীদের এই অবদানকে স্বীকার করে মোদী তাদের তহবিলে ২১ লক্ষ টাকা দান করেন৷ তবে এই প্রথম নয়৷ এর আগে নানা সমাজকল্যাণমূলক কাজে মোদীকে অর্থদান করতে দেখা গিয়েছে৷ কোন খাতে তিনি কত অর্থদান করেছেন তা ট্যুইট করে জানানো হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে৷
advertisement
5/7
♦ মুখ্যমন্ত্রী থাকার সময় যত উপহার তিনি পেয়েছেন সব নিলামে তোলা হয় ৷ সেই নিলাম থেকে সংগৃহীত ৮৯ কোটি ৯৬ লক্ষ টাকা কন্যা কেলাভনি ফান্ডে দান করেন ৷ কন্যা সন্তানদের পড়াশোনার জন্য এই অর্থ ব্যয় করা হবে৷
♦ মুখ্যমন্ত্রী থাকার সময় যত উপহার তিনি পেয়েছেন সব নিলামে তোলা হয় ৷ সেই নিলাম থেকে সংগৃহীত ৮৯ কোটি ৯৬ লক্ষ টাকা কন্যা কেলাভনি ফান্ডে দান করেন ৷ কন্যা সন্তানদের পড়াশোনার জন্য এই অর্থ ব্যয় করা হবে৷
advertisement
6/7
♦গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে মেয়াদ সম্পূর্ণ করার পর ব্যক্তিগত সঞ্চয় থেকে ২১ লক্ষ টাকা গুজরাত সরকারের কর্মীদের মেয়েদের পড়াশোনার জন্য দান করেন৷ ২০১৫ সাল অবধি পাওয়া সব উপহার তিনি নিলামে তোলেন৷ সেই নিলাম থেকে সংগ্রহ করা হয় ৮ কোটি ৩৩ লক্ষ টাকা৷ নমামি গঙ্গা মিশনের জন্য এই অর্থ সংগ্রহ করা হয়৷
♦গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে মেয়াদ সম্পূর্ণ করার পর ব্যক্তিগত সঞ্চয় থেকে ২১ লক্ষ টাকা গুজরাত সরকারের কর্মীদের মেয়েদের পড়াশোনার জন্য দান করেন৷ ২০১৫ সাল অবধি পাওয়া সব উপহার তিনি নিলামে তোলেন৷ সেই নিলাম থেকে সংগ্রহ করা হয় ৮ কোটি ৩৩ লক্ষ টাকা৷ নমামি গঙ্গা মিশনের জন্য এই অর্থ সংগ্রহ করা হয়৷
advertisement
7/7
♦ প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া নানা স্মারক নিলামে তুলে ৩ কোটি ৪০ লক্ষ টাকা আবারও নমামি গঙ্গা প্রকল্পে দান করা হয় ৷ কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়া তাঁকে সিওল শান্তি পুরস্কার দেয়৷ পুরস্কার বাবদ পাওয়া ১ কোটি ৩ লক্ষ টাকা নমামি গঙ্গা মিশনে দান করেন ৷
♦ প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া নানা স্মারক নিলামে তুলে ৩ কোটি ৪০ লক্ষ টাকা আবারও নমামি গঙ্গা প্রকল্পে দান করা হয় ৷ কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়া তাঁকে সিওল শান্তি পুরস্কার দেয়৷ পুরস্কার বাবদ পাওয়া ১ কোটি ৩ লক্ষ টাকা নমামি গঙ্গা মিশনে দান করেন ৷
advertisement
advertisement
advertisement