আমাজনের সিইও জেফ বিজোস যে নিয়মিত গ্রাহকদের পাঠানো ই মেল পড়েন, তা নতুন কিছু নয়৷ একাধিক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন তিনি৷ সবসময় নিজে সব ই মেলের জবাব দিতে না পারলেও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে অভিযোগ বা পরামর্শগুলি তিনি পাঠিয়ে দেন৷ মুম্বইয়ের বাসিন্দা ওমকার হানমান্তেও সেই প্রমাণ পেলেন৷Photo-File
আমাজনের সিইও জেফ বিজোস যে নিয়মিত গ্রাহকদের পাঠানো ই মেল পড়েন, তা নতুন কিছু নয়৷ একাধিক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন তিনি৷ সবসময় নিজে সব ই মেলের জবাব দিতে না পারলেও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে অভিযোগ বা পরামর্শগুলি তিনি পাঠিয়ে দেন৷ মুম্বইয়ের বাসিন্দা ওমকার হানমান্তেও সেই প্রমাণ পেলেন৷Photo-File
ওমকারের দাবি, তিনি মুম্বইয়ের যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে অ্যামাজনের তরফে একজন ফোনটি ডেলিভারি করতে এসেছিলেন৷ কিন্তু ফোনটি তাঁর হাতে না দিয়ে অ্যাপার্টমেন্ট-এর গেটেই পার্সেল রেখে দিয়ে চলে যান ওই কর্মী৷ এমন কি তাঁর সঙ্গে ফোনেও যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ ওমকারের৷ অভিযোগ, অ্যাপার্টমেন্টের গেট থেকেই ফোনটি চুরি করে নিয়ে যায় একজন৷ গোটা ঘটনা সিসিটিভি-তে ধরাও পড়ে৷Photo-File
এই ই মেল করার কয়েকদিনের মধ্যেই অ্যামাজনের তরফে ওমকারের ই মেলেই জবাব দেন অ্যামাজনের এক আধিকারিক৷ তিনি জানান, জেফ বিজোস ওমকারের ই মেলটি পড়েছেন এবং তাঁর হয়ে ওই আধিকারিকই যোগাযোগ করছেন৷ ওমকারের অভিযোগ এবং তাঁর দেওয়া প্রমাণ খতিয়ে দেখে ফোনের দাম ওমকারকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যামাজন৷Photo-File