Mumbai Rain: আরও একবার প্লাবনের মুখে মুম্বই! রেলওয়ে ট্র্যাকে জল, বিপর্যস্ত জনজীবন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Mumbai Rain: মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মঙ্গলবার পরিস্থিতির পর্যালোচনা করেছেন এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন।
মুম্বইয়ে বিপর্যস্ত জনজীবন৷ভয়ানক বৃষ্টি শুরু মহারাষ্ট্রের বেশিরভাগ শহরে। ফের এক বার প্লাবনের মুখে দাঁড়িযে আছে বাণিজ্য নগরী। মুম্বই এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়েছে যার ফলে রেলওয়ে ট্র্যাক-সহ বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে৷ রাস্তায় ট্রেন এবং যানবাহন চলাচলের গতি কমেছে অনেকটাই।
advertisement
advertisement
মঙ্গলবার সন্ধ্যায় পিকনিক করার সময় মুম্বইয়ের দহিসা এলাকায় ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ অন্য একজনের অনুসন্ধান চলছে৷ অনেক শহর, যেমন চিপবলুন, বৈভবওয়াড়ি, আম্বেত, খেড, পোলাদপুরের রাস্তা ভেসে গিয়েছে জলে। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এ ছাড়া রত্নগিরি জেলার পাহাড় প্রভাবিত এলাকার বেশ কয়েকটি স্থানে ধসের ঘটনাও প্রকাশ্যে এসেছে। এ ছাড়া আরব সাগরের ধারে একাধিক ছোট গ্রামে সতর্কতা জারি করা হয়েছে। প্রধান দুটি নদী, বশিষ্ট ও জগুবন্দির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এ ছাড়া কুন্দলিকা নদীর জলও বইছে বিপদসীমার উপর দিয়ে।
advertisement
advertisement