ঝড়ের গতিতে বেড়েই চলেছে সংক্রমণ ৷ দেশে বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷ শেষ হচ্ছে আনলক ২। ১ অগাস্ট থেকে শুরু হবে আনলক ৩। এহেন পরিস্থিতিতে দূরত্ব বিধি ও কিছু বিশেষ শর্ত মেনে খুলতে পারে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ৷ ইতিমধ্যেই সিনেমা হল খোলা নিয়ে মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে বলে খবর ৷ বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যগুলির হাতে সিনেমা হল খোলার চুড়ান্ত সিদ্ধান্ত তুলে দিতে পারে কেন্দ্র ৷