Unlock 3: ১ অগাস্ট থেকে খুলতে পারে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, দেখে নিন কীভাবে চলছে প্রস্তুতি

Last Updated:
আপাতত কোনও শোয়ে ২৫ শতাংশের বেশি টিকিট বিক্রি করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্র
1/7
ঝড়ের গতিতে বেড়েই চলেছে সংক্রমণ ৷ দেশে বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷ শেষ হচ্ছে আনলক ২। ১ অগাস্ট থেকে শুরু হবে আনলক ৩। এহেন পরিস্থিতিতে দূরত্ব বিধি ও কিছু বিশেষ শর্ত মেনে খুলতে পারে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ৷ ইতিমধ্যেই সিনেমা হল খোলা নিয়ে মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে বলে খবর ৷ বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যগুলির হাতে সিনেমা হল খোলার চুড়ান্ত সিদ্ধান্ত তুলে দিতে পারে কেন্দ্র ৷
ঝড়ের গতিতে বেড়েই চলেছে সংক্রমণ ৷ দেশে বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷ শেষ হচ্ছে আনলক ২। ১ অগাস্ট থেকে শুরু হবে আনলক ৩। এহেন পরিস্থিতিতে দূরত্ব বিধি ও কিছু বিশেষ শর্ত মেনে খুলতে পারে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ৷ ইতিমধ্যেই সিনেমা হল খোলা নিয়ে মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে বলে খবর ৷ বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যগুলির হাতে সিনেমা হল খোলার চুড়ান্ত সিদ্ধান্ত তুলে দিতে পারে কেন্দ্র ৷
advertisement
2/7
পপকর্নের টাব ছাড়া মাল্টিপ্লেক্সে ছবি দেখা যেন অসম্পূর্ণ। পিভিআর একটি টাচলেস প্রোটোকল ব্যবহার করার পরিকল্পনা করছে, যেখানে গ্রাহকরা কিউআর কোডটি স্ক্যান করে নিজেদের পছন্দের স্ন্যাকস অর্ডার করতে পারবেন আর পেমেন্টও করতে পারেন।
পপকর্নের টাব ছাড়া মাল্টিপ্লেক্সে ছবি দেখা যেন অসম্পূর্ণ। পিভিআর একটি টাচলেস প্রোটোকল ব্যবহার করার পরিকল্পনা করছে, যেখানে গ্রাহকরা কিউআর কোডটি স্ক্যান করে নিজেদের পছন্দের স্ন্যাকস অর্ডার করতে পারবেন আর পেমেন্টও করতে পারেন।
advertisement
3/7
একই রকম একটি পদ্ধতির ব্যবস্থা করা হবে টিকিট কাউন্টারেও। বক্স অফিস থেকে আর কাগজের টিকিট পাওয়া যাবে না।
একই রকম একটি পদ্ধতির ব্যবস্থা করা হবে টিকিট কাউন্টারেও। বক্স অফিস থেকে আর কাগজের টিকিট পাওয়া যাবে না।
advertisement
4/7
সিনেমা হলগুলিতে বিশেষ স্যানিটাইজেশন ব্যবস্থা করতে হবে, যাতে ঘন ঘন স্যানিটাইটিজ করা হয়। বাইরে বসার হল এবং টাচ পয়েন্টগুলি বারবার স্যানিটাইজ করা হবে। একই সঙ্গে সিনেমার দুটি শোয়ের মধ্যে পুরো হল জীবাণু মুক্ত করার মতো পর্যাপ্ত সময় রাখার কথাও বলা হয়েছে ৷
সিনেমা হলগুলিতে বিশেষ স্যানিটাইজেশন ব্যবস্থা করতে হবে, যাতে ঘন ঘন স্যানিটাইটিজ করা হয়। বাইরে বসার হল এবং টাচ পয়েন্টগুলি বারবার স্যানিটাইজ করা হবে। একই সঙ্গে সিনেমার দুটি শোয়ের মধ্যে পুরো হল জীবাণু মুক্ত করার মতো পর্যাপ্ত সময় রাখার কথাও বলা হয়েছে ৷
advertisement
5/7
একসঙ্গে যদি কোনও বন্ধুদের গ্রুপ বা পরিবার টিকিট কাটে, তাঁরা একসঙ্গে বস্তে পারবেন। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, দুটো সিটের মা়ঝের এক়টি সিট খালি ছাড়তে হবে। যদি কেও 3D সিনেমার টিকিট কেটে থাকেন তাহলে তাঁদের গ্লাস কিনতে হবে আলাদা করে।
একসঙ্গে যদি কোনও বন্ধুদের গ্রুপ বা পরিবার টিকিট কাটে, তাঁরা একসঙ্গে বস্তে পারবেন। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, দুটো সিটের মা়ঝের এক়টি সিট খালি ছাড়তে হবে। যদি কেও 3D সিনেমার টিকিট কেটে থাকেন তাহলে তাঁদের গ্লাস কিনতে হবে আলাদা করে।
advertisement
6/7
কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, অগাস্টে সিনেমা হল খোলার প্রস্তাবের পক্ষেই মত দিয়েছেন হল মালিকরা ৷ তবে সিনেমা হল মালিকদেরই দর্শকদের মধ্যে দূরত্ব বিধি নির্দিষ্ট করতে হবে ৷ আপাতত কোনও শোয়ে ২৫ শতাংশের বেশি টিকিট বিক্রি করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্র ৷
কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, অগাস্টে সিনেমা হল খোলার প্রস্তাবের পক্ষেই মত দিয়েছেন হল মালিকরা ৷ তবে সিনেমা হল মালিকদেরই দর্শকদের মধ্যে দূরত্ব বিধি নির্দিষ্ট করতে হবে ৷ আপাতত কোনও শোয়ে ২৫ শতাংশের বেশি টিকিট বিক্রি করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্র ৷
advertisement
7/7
 হল মালিকরা প্রস্তাব দিয়েছে যে আসনের বন্দোবস্ত দাবার বোর্ডের মতো করা হোক, যেখানে ৫০-৫০ আসনের ভাগ থাকবে। ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে আনলক-৩। এই পর্বে নতুন কী কী চালু হওয়া সম্ভব, তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে শুরু হয়েছে কাটাছেঁড়া। নতুন নির্দেশিকা তৈরি করছে সরকার।
হল মালিকরা প্রস্তাব দিয়েছে যে আসনের বন্দোবস্ত দাবার বোর্ডের মতো করা হোক, যেখানে ৫০-৫০ আসনের ভাগ থাকবে। ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে আনলক-৩। এই পর্বে নতুন কী কী চালু হওয়া সম্ভব, তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে শুরু হয়েছে কাটাছেঁড়া। নতুন নির্দেশিকা তৈরি করছে সরকার।
advertisement
advertisement
advertisement