লোকসভা নির্বাচনের দুই পর্যায়ের ভোটগ্রহণ সম্পন্ন ৷ এর মধ্যেই ঐতিহাসিক রাজনৈতিক ঘটনার সাক্ষী হতে চলেছে দেশ ৷ ২৫ বছর পর ফের এক মঞ্চে সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদব এবং বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। ১৯ এপ্রিল, শুক্রবার মৈনপুরীতে যৌথ প্রচার করবেন মুলায়ম ও মায়াবতী। উত্তরপ্রদেশের এই লোকসভা কেদ্র থেকে ভোটে লড়ছেন মুলায়ম।
advertisement
advertisement
বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করতে বহু বছরের দ্বন্দ্ব মিটিয়ে এখন একজোট হয়ে প্রচার শুরু করবেন মুলায়ম ও মায়াবতী। শেষ বার এসপি-বিএসপি জোট বেঁধেছিল ১৯৯৩ সালে, রামমন্দির আন্দোলনে বলীয়ান বিজেপিকে আটকানোর জন্য। বিএসপির প্রতিষ্ঠাতা কাশিরাম এবং মুলায়ম হাত মিলিয়েছিলেন সেই সময়ে। বিধানসভায় বিপুল ভোটে জেতে সেই জোট। কিন্তু দু’বছর পর, মায়াবতীর সঙ্গে দুর্ব্যবহার করে এসপি কর্মীরা। ১৯৯৫-এ সেই কুখ্যাত মীরাবাই মার্গ গেস্ট হাউস কাণ্ডের পর শুরু হয় শত্রুতা। এরপর মায়া বিজেপির হাত ধরেন।
advertisement
গতবছর কয়েকটি উপ-নির্বাচনে এসপির সঙ্গে জোট বেঁধে বিজেপিকে পরাস্ত করার পরে জোটের নয়া ফর্মুলায় বিশ্বাসী হয়ে ওঠেন মায়াবতী এবং বর্তমানে এসপি নেতা অখিলেশ যাদব, মুলায়মের পুত্র। এবারের লোকসভা নির্বাচনেও উত্তরপ্রদেশে এসপি, বিএসপি এবং রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) হাত মিলিয়েছে জোটে বিজেপিকে হারানোর লক্ষ্যে এবং কংগ্রেসকে তাতে গ্রহণ করেনি।
advertisement