Mouni Roy And Suraj Nambiar Wedding: মালয়ালী ও বাঙালি... দুই রীতিতেই বিয়ে করলেন বাঙালি কন্যা মৌনী রায়, দেখুন EXCLUSIVE অ্যালবাম

Last Updated:
একবার মালয়ালী রীতিতে আর একবার বাঙালি মতে পান পাতায় মুখ ঢেকে বিয়ে হল বাঙালি কন্যের।
1/12
সাতপাকে বাঁধা পড়লেন মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার! মালয়ালী ও বাঙালি... দুই রীতিতেই বিয়ে হল কপোত-কপোতির! মৌনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন সূরজ
সাতপাকে বাঁধা পড়লেন মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার! মালয়ালী ও বাঙালি... দুই রীতিতেই বিয়ে হল কপোত-কপোতির! মৌনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন সূরজ
advertisement
2/12
সকালে মালয়ালী রীতি মেনে বিয়ে করেছেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy wedding) ও সুরজ নাম্বিয়ার। কিন্তু বঙ্গতনয়ার বিয়েতে বাঙালি ছোঁয়া থাকবে না, তা কি হয়? তাই বৃহস্পতিবার রাতে বাঙালি রীতি মেনে ফের বিয়ের পিঁড়িতে বসলেন মৌনী ও সুরজ। নিষ্ঠাভরে পালন করলেন বিয়ের সমস্ত নিয়ম-রীতি
সকালে মালয়ালী রীতি মেনে বিয়ে করেছেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy wedding) ও সুরজ নাম্বিয়ার। কিন্তু বঙ্গতনয়ার বিয়েতে বাঙালি ছোঁয়া থাকবে না, তা কি হয়? তাই বৃহস্পতিবার রাতে বাঙালি রীতি মেনে ফের বিয়ের পিঁড়িতে বসলেন মৌনী ও সুরজ। নিষ্ঠাভরে পালন করলেন বিয়ের সমস্ত নিয়ম-রীতি
advertisement
3/12
একবার মালয়ালী রীতিতে আর একবার বাঙালি মতে পান পাতায় মুখ ঢেকে বিয়ে হল বাঙালি কন্যের।
একবার মালয়ালী রীতিতে আর একবার বাঙালি মতে পান পাতায় মুখ ঢেকে বিয়ে হল বাঙালি কন্যের।
advertisement
4/12
সন্ধ্যা বেলা বাঙালি রীতি মেনে বিয়ে সারলেন 'গোল্ড', 'তুম বিন টু', 'মেড ইন চায়না'র নায়িকা মৌনি। এক্কেবারে টুকটুকে লালরঙা বিয়ের পোশাকে ছাদনাতলায় হাজির হলেন কনে। মাথায় লালচে ওড়না।
সন্ধ্যা বেলা বাঙালি রীতি মেনে বিয়ে সারলেন 'গোল্ড', 'তুম বিন টু', 'মেড ইন চায়না'র নায়িকা মৌনি। এক্কেবারে টুকটুকে লালরঙা বিয়ের পোশাকে ছাদনাতলায় হাজির হলেন কনে। মাথায় লালচে ওড়না।
advertisement
5/12
মৌনীর ওড়না জুড়ে লেখা ছিল 'আয়ুষ্মতী ভবঃ'।
মৌনীর ওড়না জুড়ে লেখা ছিল 'আয়ুষ্মতী ভবঃ'।
advertisement
6/12
সাদা চাদোয়া এবং সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন মৌনী। দক্ষিণী রীতিতে বিয়ে হলেও বেনারসি পরতে ভোলেননি কোচবিহারের মেয়ে
সাদা চাদোয়া এবং সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন মৌনী। দক্ষিণী রীতিতে বিয়ে হলেও বেনারসি পরতে ভোলেননি কোচবিহারের মেয়ে
advertisement
7/12
মাথায়, গলায়, হাতে সোনার গয়নায় উজ্জ্বল মৌনী।
মাথায়, গলায়, হাতে সোনার গয়নায় উজ্জ্বল মৌনী।
advertisement
8/12
ঘিয়ে রঙা শেরওয়ানি এবং সাদা মুন্ড পরে রয়েছেন সূরজ। মালাবদল করার পরে একে অপরকে জড়িয়ে ধরলেন নবদম্পতি।
ঘিয়ে রঙা শেরওয়ানি এবং সাদা মুন্ড পরে রয়েছেন সূরজ। মালাবদল করার পরে একে অপরকে জড়িয়ে ধরলেন নবদম্পতি।
advertisement
9/12
মেহন্দি অনুষ্ঠানে মন্দিরা বেদীর সঙ্গে মৌনী
মেহন্দি অনুষ্ঠানে মন্দিরা বেদীর সঙ্গে মৌনী
advertisement
10/12
মৌনীর গায়ে হলুদ
মৌনীর গায়ে হলুদ
advertisement
11/12
গায়ে হলুদ হচ্ছে সূরজের
গায়ে হলুদ হচ্ছে সূরজের
advertisement
12/12
মিঞা-বিবির খুনসুটি
মিঞা-বিবির খুনসুটি
advertisement
advertisement
advertisement