খুব বেশিদিন হয়নি প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী অভিনেত্রী রুমা গুহঠাকুরতা। মায়ের সঙ্গে পুরনো স্মৃতি উস্কে ছবি অমিত কুমারের। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের কাছে আবার মাতৃ দিবস আসলে হ্যাপি পেরেন্টস ডে। বাবা মায়ের সঙ্গে অন্নপ্রাশন এর ছবিতে স্মৃতিমেদুর ভাস্বর। অভিনেতা গায়ক সাহেব চট্টোপাধ্যায় এর কাছে মা র চেয়ে মূল্যবান কিছু হতে পারে না এই পৃথিবীতে। মায়ের সঙ্গে আদরের মুহুর্ত ভাগ করে নিলেন তিনি। রাঘব চট্টোপাধ্যায় নিজের মায়ের সঙ্গে বসে রেওয়াজের ছবি দিয়ে মনে করলেন মায়ের কথা । রাজলক্ষ্মী শ্রীকান্ত খ্যাত জ্যোতিকা জ্যোতি ও বাংলাদেশে বসেই পালন করলেন মাতৃ দিবস। মায়ের সঙ্গে মিষ্টি ছবি ভাগ করে নিলেন তিনি।