মুম্বইয়ে নাবালিকাকে জোর করে দেহব্যবসায় নামাল মা, শরীর ছিঁড়ে খেল নিজের দাদা

Last Updated:
1/6
মায়ের বিরুদ্ধে প্রথমে জোর করে বিয়ে দেওয়া এবং পরে দেহব্যবসায় নামানোর অভিযোগ মুম্বইয়ের নাবালিকার। অভিযোগ, তার দাদাও তাকে ধর্ষণ করেছে। representative image
মায়ের বিরুদ্ধে প্রথমে জোর করে বিয়ে দেওয়া এবং পরে দেহব্যবসায় নামানোর অভিযোগ মুম্বইয়ের নাবালিকার। অভিযোগ, তার দাদাও তাকে ধর্ষণ করেছে। representative image
advertisement
2/6
ক্রমাগত শারীরিক ও মানসিক অত্যাচারে ক্লান্ত নাবালিকা একসময় পুলিশের দ্বারস্থ হয় । তার মা, দাদা, স্বামী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্তর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। representative image
ক্রমাগত শারীরিক ও মানসিক অত্যাচারে ক্লান্ত নাবালিকা একসময় পুলিশের দ্বারস্থ হয় । তার মা, দাদা, স্বামী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্তর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। representative image
advertisement
3/6
পূর্ব মুম্বইয়ের মনখুর্দ থানার পুলিশ জানান, ওই নাবালিকার অভিযোগ, ২০১৮ সালের এপ্রিলে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। প্রতিদিন চলত স্বামীর যৌন নিগ্রহ। অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর বাড়ি ছেড়ে কিছুদিন পর মায়ের কাছে ফিরে আসে নাবালিকা। representative image
পূর্ব মুম্বইয়ের মনখুর্দ থানার পুলিশ জানান, ওই নাবালিকার অভিযোগ, ২০১৮ সালের এপ্রিলে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। প্রতিদিন চলত স্বামীর যৌন নিগ্রহ। অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর বাড়ি ছেড়ে কিছুদিন পর মায়ের কাছে ফিরে আসে নাবালিকা। representative image
advertisement
4/6
কিন্তু যে মা জন্ম দিয়েছেন, সেই মাই ভক্ষকের রূপ নিলেন। নিজের মেয়েকেই জোর করে দেহব্যবসায় নামালেন। টাকার জন্য মেয়েটিকে এক ৬০ বছরের বৃদ্ধের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। representative image
কিন্তু যে মা জন্ম দিয়েছেন, সেই মাই ভক্ষকের রূপ নিলেন। নিজের মেয়েকেই জোর করে দেহব্যবসায় নামালেন। টাকার জন্য মেয়েটিকে এক ৬০ বছরের বৃদ্ধের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। representative image
advertisement
5/6
চারদিকে অন্ধকার... মা, স্বামী প্রতিটি কাছের মানুষ একের পর এক বিশ্বাস ভেঙেছে... মেয়েটি শেষ ভরসা তার দাদার কাছে সাহায্য চায়। কিন্তু এবারও তার বিশ্বাস ভাঙল। সাহায্য তো দূরের কথা...দাদাও তাকে ধর্ষণ করে।  representative image
চারদিকে অন্ধকার... মা, স্বামী প্রতিটি কাছের মানুষ একের পর এক বিশ্বাস ভেঙেছে... মেয়েটি শেষ ভরসা তার দাদার কাছে সাহায্য চায়। কিন্তু এবারও তার বিশ্বাস ভাঙল। সাহায্য তো দূরের কথা...দাদাও তাকে ধর্ষণ করে। representative image
advertisement
6/6
মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, অস্বাভাবিক অপরাধ, POKSO, মানব পাচার বিরোধী আইন এবং নাবালিকা বিবাহ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে ওই ৬০ বছরের বৃদ্ধর তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, অস্বাভাবিক অপরাধ, POKSO, মানব পাচার বিরোধী আইন এবং নাবালিকা বিবাহ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে ওই ৬০ বছরের বৃদ্ধর তল্লাশি চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
advertisement