বন্যা সামলে ওঠার আগেই বর্ষা ঢুকছে দেশে!‌ সতর্ক করে দিল আবহাওয়া দফতর

Last Updated:
দেশে বর্ষা কবে ঢুকছে?‌ এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণটা স্পষ্ট। বৃষ্টিতেই এখন ভয় পাচ্ছেন দেশের একটা বড় অংশের মানুষ।
1/5
• আরব সাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। যে নিম্নচাপে ভর করে দেশে বর্ষা প্রবেশ করতে পারে ১ জুন। তবে ৩১ মে থেকে ৪ জুনের মধ্যে দেশে বর্ষা ঢুকে যাবে বলে জানিয়েছে IMD।
• আরব সাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। যে নিম্নচাপে ভর করে দেশে বর্ষা প্রবেশ করতে পারে ১ জুন। তবে ৩১ মে থেকে ৪ জুনের মধ্যে দেশে বর্ষা ঢুকে যাবে বলে জানিয়েছে IMD।
advertisement
2/5
• কেরলে এবারের বর্ষা ঢুক‌তে পারে ১ অথবা ২ জুন।
• কেরলে এবারের বর্ষা ঢুক‌তে পারে ১ অথবা ২ জুন।
advertisement
3/5
• এই নিম্নচাপের ওপর ভর করেই দেশে দ্রুত এসে পড়তে পারে মৌসুমি বায়ু। পশ্চিম উপকূলে এর ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ফলে সময়ের আগেই এসে পড়তে পারে বর্ষা।
• এই নিম্নচাপের ওপর ভর করেই দেশে দ্রুত এসে পড়তে পারে মৌসুমি বায়ু। পশ্চিম উপকূলে এর ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ফলে সময়ের আগেই এসে পড়তে পারে বর্ষা।
advertisement
4/5
• দক্ষিণ পশ্চিম আরব সাগর ও পশ্চিম মধ্য সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়েছে আবহওয়া অফিস। সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের তিন দিনে। এটি থেকে ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে, তবে তা ভারতে প্রভাব ফেলবে না।
• দক্ষিণ পশ্চিম আরব সাগর ও পশ্চিম মধ্য সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়েছে আবহওয়া অফিস। সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের তিন দিনে। এটি থেকে ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে, তবে তা ভারতে প্রভাব ফেলবে না।
advertisement
5/5
• তবে এবারে বৃষ্টি প্রকোপে একদিকে উত্তরপূর্বের রাজ্যগুলিতে বন্যা হয়েছে। ঝড়ের প্রভাবে সমস্যায় পড়েছে পশ্চিমবঙ্গ। তাছাড়া চলছে লকডাউন। এর মধ্যে লাগামছাড়া বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও সমস্যার হবে বলেই মনে করা হচ্ছে। ‌
• তবে এবারে বৃষ্টি প্রকোপে একদিকে উত্তরপূর্বের রাজ্যগুলিতে বন্যা হয়েছে। ঝড়ের প্রভাবে সমস্যায় পড়েছে পশ্চিমবঙ্গ। তাছাড়া চলছে লকডাউন। এর মধ্যে লাগামছাড়া বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও সমস্যার হবে বলেই মনে করা হচ্ছে। ‌
advertisement
advertisement
advertisement