ছোট্ট 'এই' কাজটি করলেই হাতেহাতে কড়কড়ে ৫০০০ টাকা! কী করতে হবে...? কী ভাবে পাবেন টাকা...? জানুন এখনই
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
Money: যারা এই মুহূর্তে কাজ খুঁজছেন.. তাদের জন্য এল টাকা রোজগারের এক বড় সুযোগ। ছোট্ট একটি কাজ করলেই মিলবে ৫০০০ টাকা। এমনই দুর্দান্ত অফার। আসুন জেনে নিই এর জন্য কী করতে হবে এবং কীভাবে পেতে হবে টাকা।
আপনিও কি টাকা রোজগার বাড়ানোর কথা ভাবছেন? বিনা কারণে কোথাও কেউ কোনও কাজ করে না। উপযুক্ত টাকা পেলেই আসে কোনও কাজের উৎসাহ। এবার এমনই মানুষ যারা এই মুহূর্তে কাজ খুঁজছেন.. তাদের জন্য এল টাকা রোজগারের এক বড় সুযোগ। ছোট্ট একটি কাজ করলেই মিলবে ৫০০০ টাকা। এমনই দুর্দান্ত অফার। আসুন জেনে নিই এর জন্য কী করতে হবে এবং কীভাবে পেতে হবে টাকা।
advertisement
advertisement
advertisement
advertisement
দেবাশীষ দে, শেখর কলোনিয়ার কথায়, তাঁদের প্রিয় পোষ্য তোতা পাখিটি গত ৪ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। এরপর তারা সেই প্রিয় তোতা পাখিটিকে নানা জায়গায় খুঁজতে থাকেন। কিন্তু হাজার তল্লাশির পরেও কোথাও খুঁজে পাওয়া যায়নি পাখিটিকে। এরপরে তাঁরা ভাবেন হয়তো নিজে থেকেই ঘরে ফিরে আসবে পাখিটি। সেইমতো অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু পাখিটি আর ফেরেনি। এরপরেই তাঁরা নিখোঁজ বিজ্ঞাপনটি দেওয়ার সিদ্ধান্ত নেন।
advertisement
advertisement
আরও মজার বিষয় হল। ওই পরিবার কিন্তু ওই তোতাটিকে মোটেই কেনেননি। ইন্দোরের একটি টেনিস কোর্টের কাছে পরিবারের সদস্যরা দেখতে পান ওই তোতাটিকে। পরিবারের সবাই মজাদার এই তোতাপাখিটিকে খুবই পছন্দ করেন। তাই তারা পাখিটিকে খুঁজতে এত মরিয়া হয়ে উঠেছেন। বাড়িতে থাকতে তোতাপাখিটি সারাদিন সবার কাঁধে বসে থাকত আর সারাদিন কিচিরমিচির করে সবাইকে মাতিয়ে রাখে।
advertisement
তাই তোতাপাখিটিকে ছাড়া দিনই যেন কাটতে চাইছে না পরিবারের। বাড়ির সদস্যদের মুখে একটাই চিন্তা পাখিটি হঠাৎ কোথায় হারিয়ে গেল? পরিবারটির আশা, পাখিটিকে তাঁরা আবার কোনওদিন ঠিক দেখতে পাবেন। আপনি যদি ৫ হাজার টাকা পুরস্কার পেতে চান, তবে আপনিও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন পাখিটিকে খুঁজে দেওয়ার। দিলেই যে হাতেনাতে মিলবে পাঁচ পাঁচটি হাজার টাকার কড়কড়ে নোট!