ছোট্ট 'এই' কাজটি করলেই হাতেহাতে কড়কড়ে ৫০০০ টাকা! কী করতে হবে...? কী ভাবে পাবেন টাকা...? জানুন এখনই

Last Updated:
Money: যারা এই মুহূর্তে কাজ খুঁজছেন.. তাদের জন্য এল টাকা রোজগারের এক বড় সুযোগ। ছোট্ট একটি কাজ করলেই মিলবে ৫০০০ টাকা। এমনই দুর্দান্ত অফার। আসুন জেনে নিই এর জন্য কী করতে হবে এবং কীভাবে পেতে হবে টাকা।
1/8
আপনিও কি টাকা রোজগার বাড়ানোর কথা ভাবছেন? বিনা কারণে কোথাও কেউ কোনও কাজ করে না। উপযুক্ত টাকা পেলেই আসে কোনও কাজের উৎসাহ। এবার এমনই মানুষ যারা এই মুহূর্তে কাজ খুঁজছেন.. তাদের জন্য এল টাকা রোজগারের এক বড় সুযোগ। ছোট্ট একটি কাজ করলেই মিলবে ৫০০০ টাকা। এমনই দুর্দান্ত অফার। আসুন জেনে নিই এর জন্য কী করতে হবে এবং কীভাবে পেতে হবে টাকা।
আপনিও কি টাকা রোজগার বাড়ানোর কথা ভাবছেন? বিনা কারণে কোথাও কেউ কোনও কাজ করে না। উপযুক্ত টাকা পেলেই আসে কোনও কাজের উৎসাহ। এবার এমনই মানুষ যারা এই মুহূর্তে কাজ খুঁজছেন.. তাদের জন্য এল টাকা রোজগারের এক বড় সুযোগ। ছোট্ট একটি কাজ করলেই মিলবে ৫০০০ টাকা। এমনই দুর্দান্ত অফার। আসুন জেনে নিই এর জন্য কী করতে হবে এবং কীভাবে পেতে হবে টাকা।
advertisement
2/8
দুর্দান্ত এই অফারটির ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরের পালাসিয়া এলাকায়। এখানে একটি পোষ্য তোতাপাখির সন্ধান খুঁজে দিতেই এই অফার দেওয়া হয়েছে। আর যে বা যাঁরা এই পাখিটিকে খুঁজে দিতে পারবে তাঁদের জন্য ৫০০০ টাকা করে পুরস্কার রাখা হয়েছে।
দুর্দান্ত এই অফারটির ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরের পালাসিয়া এলাকায়। এখানে একটি পোষ্য তোতাপাখির সন্ধান খুঁজে দিতেই এই অফার দেওয়া হয়েছে। আর যে বা যাঁরা এই পাখিটিকে খুঁজে দিতে পারবে তাঁদের জন্য ৫০০০ টাকা করে পুরস্কার রাখা হয়েছে।
advertisement
3/8
তোতাপাখির হদিস পেতে রীতিমতো জায়গায় জায়গায় পোস্টারও লাগানো হয়েছে।পোস্টারগুলিতে সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে পাখিটির। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে যিনি এই তোতাটিকে খুঁজে আনতে পারবেন তাঁকে ৫০০০ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
তোতাপাখির হদিস পেতে রীতিমতো জায়গায় জায়গায় পোস্টারও লাগানো হয়েছে।পোস্টারগুলিতে সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে পাখিটির। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে যিনি এই তোতাটিকে খুঁজে আনতে পারবেন তাঁকে ৫০০০ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
advertisement
4/8
সাধারণত, মানুষ নিখোঁজ হলে, ঘোষণা করা হয় যে বা যাঁরা ওই নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাবেন, তাঁদের পুরস্কৃত করা হবে। ঠিক একইভাবে স্থানীয় একটি পরিবার শহরের প্রধান মোড়গুলিতে হোর্ডিং লাগিয়ে দিয়েছে। পুরস্কার মূল্য ঘোষণা করে পাখিটিকে কেউ খুঁজে দিতে পারলে তাঁকে দ্রুত যোগাযোগ করতে আর্জি জানিয়েছে ওই পরিবার।
সাধারণত, মানুষ নিখোঁজ হলে, ঘোষণা করা হয় যে বা যাঁরা ওই নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাবেন, তাঁদের পুরস্কৃত করা হবে। ঠিক একইভাবে স্থানীয় একটি পরিবার শহরের প্রধান মোড়গুলিতে হোর্ডিং লাগিয়ে দিয়েছে। পুরস্কার মূল্য ঘোষণা করে পাখিটিকে কেউ খুঁজে দিতে পারলে তাঁকে দ্রুত যোগাযোগ করতে আর্জি জানিয়েছে ওই পরিবার।
advertisement
5/8
দেবাশীষ দে, শেখর কলোনিয়ার কথায়, তাঁদের প্রিয় পোষ্য তোতা পাখিটি গত ৪ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। এরপর তারা সেই প্রিয় তোতা পাখিটিকে নানা জায়গায় খুঁজতে থাকেন। কিন্তু হাজার তল্লাশির পরেও কোথাও খুঁজে পাওয়া যায়নি পাখিটিকে। এরপরে তাঁরা ভাবেন হয়তো নিজে থেকেই ঘরে ফিরে আসবে পাখিটি। সেইমতো অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু পাখিটি আর ফেরেনি। এরপরেই তাঁরা নিখোঁজ বিজ্ঞাপনটি দেওয়ার সিদ্ধান্ত নেন।
দেবাশীষ দে, শেখর কলোনিয়ার কথায়, তাঁদের প্রিয় পোষ্য তোতা পাখিটি গত ৪ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। এরপর তারা সেই প্রিয় তোতা পাখিটিকে নানা জায়গায় খুঁজতে থাকেন। কিন্তু হাজার তল্লাশির পরেও কোথাও খুঁজে পাওয়া যায়নি পাখিটিকে। এরপরে তাঁরা ভাবেন হয়তো নিজে থেকেই ঘরে ফিরে আসবে পাখিটি। সেইমতো অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু পাখিটি আর ফেরেনি। এরপরেই তাঁরা নিখোঁজ বিজ্ঞাপনটি দেওয়ার সিদ্ধান্ত নেন।
advertisement
6/8
তবে তোতাপাখি নিখোঁজের ওই হোর্ডিংটি গোটা শহরে তোলপাড় ফেলে দিয়েছে। সবাই ভাবছেন কেউ হয়তো তোতাপাখির বিজ্ঞাপন দিয়েছেন। এমনকি তোতাটির খোঁজে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালাচ্ছে ওই পরিবার। জানা যাচ্ছে, মাত্র চার মাসেরও কম সময় আগে পরিবারের সদস্যরা সুন্দরী এই তোতা পাখিটিকে বাড়িতে নিয়ে আসেন।
তবে তোতাপাখি নিখোঁজের ওই হোর্ডিংটি গোটা শহরে তোলপাড় ফেলে দিয়েছে। সবাই ভাবছেন কেউ হয়তো তোতাপাখির বিজ্ঞাপন দিয়েছেন। এমনকি তোতাটির খোঁজে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালাচ্ছে ওই পরিবার। জানা যাচ্ছে, মাত্র চার মাসেরও কম সময় আগে পরিবারের সদস্যরা সুন্দরী এই তোতা পাখিটিকে বাড়িতে নিয়ে আসেন।
advertisement
7/8
আরও মজার বিষয় হল। ওই পরিবার কিন্তু ওই তোতাটিকে মোটেই কেনেননি। ইন্দোরের একটি টেনিস কোর্টের কাছে পরিবারের সদস্যরা দেখতে পান ওই তোতাটিকে। পরিবারের সবাই মজাদার এই তোতাপাখিটিকে খুবই পছন্দ করেন। তাই তারা পাখিটিকে খুঁজতে এত মরিয়া হয়ে উঠেছেন। বাড়িতে থাকতে তোতাপাখিটি সারাদিন সবার কাঁধে বসে থাকত আর সারাদিন কিচিরমিচির করে সবাইকে মাতিয়ে রাখে।
আরও মজার বিষয় হল। ওই পরিবার কিন্তু ওই তোতাটিকে মোটেই কেনেননি। ইন্দোরের একটি টেনিস কোর্টের কাছে পরিবারের সদস্যরা দেখতে পান ওই তোতাটিকে। পরিবারের সবাই মজাদার এই তোতাপাখিটিকে খুবই পছন্দ করেন। তাই তারা পাখিটিকে খুঁজতে এত মরিয়া হয়ে উঠেছেন। বাড়িতে থাকতে তোতাপাখিটি সারাদিন সবার কাঁধে বসে থাকত আর সারাদিন কিচিরমিচির করে সবাইকে মাতিয়ে রাখে।
advertisement
8/8
তাই তোতাপাখিটিকে ছাড়া দিনই যেন কাটতে চাইছে না পরিবারের। বাড়ির সদস্যদের মুখে একটাই চিন্তা পাখিটি হঠাৎ কোথায় হারিয়ে গেল? পরিবারটির আশা, পাখিটিকে তাঁরা আবার কোনওদিন ঠিক দেখতে পাবেন। আপনি যদি ৫ হাজার টাকা পুরস্কার পেতে চান, তবে আপনিও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন পাখিটিকে খুঁজে দেওয়ার। দিলেই যে হাতেনাতে মিলবে পাঁচ পাঁচটি হাজার টাকার কড়কড়ে নোট!
তাই তোতাপাখিটিকে ছাড়া দিনই যেন কাটতে চাইছে না পরিবারের। বাড়ির সদস্যদের মুখে একটাই চিন্তা পাখিটি হঠাৎ কোথায় হারিয়ে গেল? পরিবারটির আশা, পাখিটিকে তাঁরা আবার কোনওদিন ঠিক দেখতে পাবেন। আপনি যদি ৫ হাজার টাকা পুরস্কার পেতে চান, তবে আপনিও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন পাখিটিকে খুঁজে দেওয়ার। দিলেই যে হাতেনাতে মিলবে পাঁচ পাঁচটি হাজার টাকার কড়কড়ে নোট!
advertisement
advertisement
advertisement