Mohan Bhagwat Vs Narendra Modi: নরেন্দ্র মোদি কি আর প্রধানমন্ত্রী থাকবেন না? মোহন ভাগবতের '৭৫ বছরে সরে যাওয়া' মন্তব্যে তুঙ্গে জল্পনা! আসরে বিরোধীরাও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mohan Bhagwat Vs Narendra Modi: আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী। তাঁরই তৈরি নিয়ম অনুযায়ী, বিজেপি বা সংঘে ৭৫ পার হলে দায়িত্ব ছেড়ে দিতে হয়।
নরেন্দ্র মোদি কি আর প্রধানমন্ত্রী থাকবেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবতের বার্তা, ৭৫ বছর পেরোলে সরে যেতে হবে, সুযোগ দিতে হবে নবীনদের। প্রসঙ্গত, এ বছর সেপ্টেম্বর মাসেই ৭৫ বছর পূর্ণ করছেন নরেন্দ্র মোদি! তাহলে কি এবার পালা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার? এই প্রশ্নে সরগরম রাজনীতি। আসরে নেমেছে বিরোধীরাও।
advertisement
বুধবার নাগপুরে সংঘের প্রবীণ নেতা মোরোপান্ত পিংলেকে নিয়ে বই প্রকাশ অনুষ্ঠানে ভাগবত বলেন, ‘‘৭৫ বছর বয়সে সংবর্ধনা নেওয়া মানে, সরে যাওয়ার বার্তা।’’রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য সরাসরি মোদিকে উদ্দেশ্যে করেই বলা। কারণ, আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী। তাঁরই তৈরি নিয়ম অনুযায়ী, বিজেপি বা সংঘে ৭৫ পার হলে দায়িত্ব ছেড়ে দিতে হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, "অনুশীলন ছাড়া প্রচার সর্বদা বিপজ্জনক। নীতিহীন ভাবে মার্গদর্শক মণ্ডলকে ৭৫ বছর বয়সের সীমা প্রয়োগ করে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল, তবে ইঙ্গিতগুলি স্পষ্ট যে বর্তমান শাসন এই নিয়ম থেকে অব্যাহতি পাবে।" BJP অতীতে স্পষ্ট করেছে, প্রধানমন্ত্রীর অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই এবং তিনি সরকারকে নেতৃত্ব দিতে থাকবেন।
advertisement