Mohan Bhagwat Vs Narendra Modi: নরেন্দ্র মোদি কি আর প্রধানমন্ত্রী থাকবেন না? মোহন ভাগবতের '৭৫ বছরে সরে যাওয়া' মন্তব্যে তুঙ্গে জল্পনা! আসরে বিরোধীরাও

Last Updated:
Mohan Bhagwat Vs Narendra Modi: আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী। তাঁরই তৈরি নিয়ম অনুযায়ী, বিজেপি বা সংঘে ৭৫ পার হলে দায়িত্ব ছেড়ে দিতে হয়।
1/7
নরেন্দ্র মোদি কি আর প্রধানমন্ত্রী থাকবেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবতের বার্তা, ৭৫ বছর পেরোলে সরে যেতে হবে, সুযোগ দিতে হবে নবীনদের। প্রসঙ্গত, এ বছর সেপ্টেম্বর মাসেই ৭৫ বছর পূর্ণ করছেন নরেন্দ্র মোদি! তাহলে কি এবার পালা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার? এই প্রশ্নে সরগরম রাজনীতি। আসরে নেমেছে বিরোধীরাও।
নরেন্দ্র মোদি কি আর প্রধানমন্ত্রী থাকবেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবতের বার্তা, ৭৫ বছর পেরোলে সরে যেতে হবে, সুযোগ দিতে হবে নবীনদের। প্রসঙ্গত, এ বছর সেপ্টেম্বর মাসেই ৭৫ বছর পূর্ণ করছেন নরেন্দ্র মোদি! তাহলে কি এবার পালা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার? এই প্রশ্নে সরগরম রাজনীতি। আসরে নেমেছে বিরোধীরাও।
advertisement
2/7
বুধবার নাগপুরে সংঘের প্রবীণ নেতা মোরোপান্ত পিংলেকে নিয়ে বই প্রকাশ অনুষ্ঠানে ভাগবত বলেন, ‘‘৭৫ বছর বয়সে সংবর্ধনা নেওয়া মানে, সরে যাওয়ার বার্তা।’’রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য সরাসরি মোদিকে উদ্দেশ্যে করেই বলা। কারণ, আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী। তাঁরই তৈরি নিয়ম অনুযায়ী, বিজেপি বা সংঘে ৭৫ পার হলে দায়িত্ব ছেড়ে দিতে হয়।
বুধবার নাগপুরে সংঘের প্রবীণ নেতা মোরোপান্ত পিংলেকে নিয়ে বই প্রকাশ অনুষ্ঠানে ভাগবত বলেন, ‘‘৭৫ বছর বয়সে সংবর্ধনা নেওয়া মানে, সরে যাওয়ার বার্তা।’’রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য সরাসরি মোদিকে উদ্দেশ্যে করেই বলা। কারণ, আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী। তাঁরই তৈরি নিয়ম অনুযায়ী, বিজেপি বা সংঘে ৭৫ পার হলে দায়িত্ব ছেড়ে দিতে হয়।
advertisement
3/7
মোরোপান্ত পিংলেকে নিয়ে ওই বইপ্রকাশ অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন,
মোরোপান্ত পিংলেকে নিয়ে ওই বইপ্রকাশ অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, "মোরোপান্ত পিংলে একবার বলেছিলেন, আপনি যদি ৭৫ বছর বয়সে পৌঁছানোর পরে একটি শাল দিয়ে সম্মানিত হন, এর মানে আপনার এখনই থামা উচিত, আপনি বৃদ্ধ, সরে যান এবং অন্যদের আসতে দিন।"
advertisement
4/7
ভাগবতের মন্তব্যের পরেই দেশের রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। তবে ভাগবতের মন্তব্যের সময়টি আরও আকর্ষণীয়, কারণ তিনি এবং প্রধানমন্ত্রী মোদি ২০২৫ সালের সেপ্টেম্বরে ৭৫ বছর বয়সে পৌঁছাবেন। বিরোধীদেরও দাবি, মোহন ভাগবতের এই মন্তব্য আসলে নরেন্দ্র মোদিকেই দেওয়া বার্তা।
ভাগবতের মন্তব্যের পরেই দেশের রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। তবে ভাগবতের মন্তব্যের সময়টি আরও আকর্ষণীয়, কারণ তিনি এবং প্রধানমন্ত্রী মোদি ২০২৫ সালের সেপ্টেম্বরে ৭৫ বছর বয়সে পৌঁছাবেন। বিরোধীদেরও দাবি, মোহন ভাগবতের এই মন্তব্য আসলে নরেন্দ্র মোদিকেই দেওয়া বার্তা।
advertisement
5/7
শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন,
শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, "প্রধানমন্ত্রী মোদি লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশি এবং যশবন্ত সিং-এর মতো নেতাদের ৭৫ বছর বয়সে পৌঁছানোর পরে অবসর নিতে বাধ্য করেছিলেন। দেখা যাক তিনি এখন নিজের ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করেন কিনা।"
advertisement
6/7
কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন,
কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, "অনুশীলন ছাড়া প্রচার সর্বদা বিপজ্জনক। নীতিহীন ভাবে মার্গদর্শক মণ্ডলকে ৭৫ বছর বয়সের সীমা প্রয়োগ করে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল, তবে ইঙ্গিতগুলি স্পষ্ট যে বর্তমান শাসন এই নিয়ম থেকে অব্যাহতি পাবে।" BJP অতীতে স্পষ্ট করেছে, প্রধানমন্ত্রীর অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই এবং তিনি সরকারকে নেতৃত্ব দিতে থাকবেন।
advertisement
7/7
আরও আকর্ষণীয় বিষয় হল যে ভাগবত তার মন্তব্য করার দিন, অমিত শাহ একটি পৃথক অনুষ্ঠানে তার অবসর-পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। বলেন, ''আমি আমার অবসর সময় বেদ, উপনিষদ এবং জৈব চাষে উৎসর্গ করতে চাই।'' প্রসঙ্গত, অমিত শাহ এই বছর এপ্রিল মাসে ৬০ বছর বয়সে পৌঁছেছেন।
আরও আকর্ষণীয় বিষয় হল যে ভাগবত তার মন্তব্য করার দিন, অমিত শাহ একটি পৃথক অনুষ্ঠানে তার অবসর-পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। বলেন, ''আমি আমার অবসর সময় বেদ, উপনিষদ এবং জৈব চাষে উৎসর্গ করতে চাই।'' প্রসঙ্গত, অমিত শাহ এই বছর এপ্রিল মাসে ৬০ বছর বয়সে পৌঁছেছেন।
advertisement
advertisement
advertisement