ঘরে বসে এক ঝটকায় জিতে নিন ১০ হাজার টাকা, সুযোগ দিচ্ছে মোদি সরকার

Last Updated:
করতে হবে শুধু এই ছোট্ট একটি কাজ
1/8
দেশবাসীর জন্য বড় খবর ৷ একটি ছোট্ট কাজ করলেই মিলবে ১০ হাজার টাকা ৷ সম্প্রতি খবর এসেছিল নিজের জন্মদিনে দেশবাসীর জন্য একাধিক স্কিম লঞ্চ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লক্ষ্য ২০১৯ লোকসভা নিবার্চন ৷ ভারতের সমস্ত স্তরের মানুষের মন জিততে মরিয়া মোদি সরকার ৷
দেশবাসীর জন্য বড় খবর ৷ একটি ছোট্ট কাজ করলেই মিলবে ১০ হাজার টাকা ৷ সম্প্রতি খবর এসেছিল নিজের জন্মদিনে দেশবাসীর জন্য একাধিক স্কিম লঞ্চ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লক্ষ্য ২০১৯ লোকসভা নিবার্চন ৷ ভারতের সমস্ত স্তরের মানুষের মন জিততে মরিয়া মোদি সরকার ৷
advertisement
2/8
প্রধানমন্ত্রীর অর্থকরী একাধিক স্কিম লঞ্চের আগেই ডিজিট্যাল লেনদেনের প্রতি মানুষের আগ্রহও আরও বাড়াতে ফের আকর্ষণীয় স্কিমের কথা ঘোষণা করল কেন্দ্র ৷ এর আগে নোটবন্দির পর ক্যাশলেস লেনদেনে মানুষকে উৎসাহিত করতে একাধিক উপায় ও লোভনীয় অফারের কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার ৷ ফের আরও একবার এই উদ্দেশ্যে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার ৷
প্রধানমন্ত্রীর অর্থকরী একাধিক স্কিম লঞ্চের আগেই ডিজিট্যাল লেনদেনের প্রতি মানুষের আগ্রহও আরও বাড়াতে ফের আকর্ষণীয় স্কিমের কথা ঘোষণা করল কেন্দ্র ৷ এর আগে নোটবন্দির পর ক্যাশলেস লেনদেনে মানুষকে উৎসাহিত করতে একাধিক উপায় ও লোভনীয় অফারের কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার ৷ ফের আরও একবার এই উদ্দেশ্যে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার ৷
advertisement
3/8
ডিজিট্যাল লেনদেনে আগ্রহ বাড়াতে ও টাকা লেনদেন আরও সুরক্ষিত করতে UPI অ্যাপের নতুন আপগ্রেডেড ভার্সন লঞ্চ করতে চলেছে  মোদি সরকার ৷ শীঘ্রই কেন্দ্র জিএসটি-এর পর লঞ্চ করতে চলেছে One Nation, One Card ৷ এই বিশেষ কার্ড বদলে দেবে টাকা লেনদেনের অভিজ্ঞতা ৷
ডিজিট্যাল লেনদেনে আগ্রহ বাড়াতে ও টাকা লেনদেন আরও সুরক্ষিত করতে UPI অ্যাপের নতুন আপগ্রেডেড ভার্সন লঞ্চ করতে চলেছে মোদি সরকার ৷ শীঘ্রই কেন্দ্র জিএসটি-এর পর লঞ্চ করতে চলেছে One Nation, One Card ৷ এই বিশেষ কার্ড বদলে দেবে টাকা লেনদেনের অভিজ্ঞতা ৷
advertisement
4/8
ব্যাঙ্কের ডেবিট কার্ডের মতোই হবে এই One Nation, One Card কার্ড ৷ এর ফিচার আর পাঁচটা ডেবিট কার্ডের মতো হলেও, এই এছাড়াও পাওয়া যাবে কিছু বিশেষ পরিষেবা ৷
ব্যাঙ্কের ডেবিট কার্ডের মতোই হবে এই One Nation, One Card কার্ড ৷ এর ফিচার আর পাঁচটা ডেবিট কার্ডের মতো হলেও, এই এছাড়াও পাওয়া যাবে কিছু বিশেষ পরিষেবা ৷
advertisement
5/8
এই কার্ডকে কেন্দ্র ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC) বলে ব্যাখা করেছে ৷ এই কার্ড দিয়ে সহজেই ডিজিট্যালি টাকা লেনদেন করা যাবে ৷ তাছাড়াও এই একটি কার্ডের মাধ্যমেই মেট্রো, বাস, ট্যাক্সি, ট্রেন, ফেরির ভাড়া এমনকি পার্কিং চার্জ, টোল চার্জ মেটানো সম্ভব হবে ৷
এই কার্ডকে কেন্দ্র ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC) বলে ব্যাখা করেছে ৷ এই কার্ড দিয়ে সহজেই ডিজিট্যালি টাকা লেনদেন করা যাবে ৷ তাছাড়াও এই একটি কার্ডের মাধ্যমেই মেট্রো, বাস, ট্যাক্সি, ট্রেন, ফেরির ভাড়া এমনকি পার্কিং চার্জ, টোল চার্জ মেটানো সম্ভব হবে ৷
advertisement
6/8
কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এই কার্ডই ঘরে বসে আপনাকে ১০ হাজার টাকা জিতে নেওয়ার সুযোগ দেবে ৷ আসলে এই কার্ডের জন্য একটি সহজ নামের খোঁজ করছে কেন্দ্র ৷ এর জন্য সাধারণ মানুষের কাছে এই কার্ডের কী নাম দেওয়া যায় সেই নিয়ে পরামর্শ চাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷
কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এই কার্ডই ঘরে বসে আপনাকে ১০ হাজার টাকা জিতে নেওয়ার সুযোগ দেবে ৷ আসলে এই কার্ডের জন্য একটি সহজ নামের খোঁজ করছে কেন্দ্র ৷ এর জন্য সাধারণ মানুষের কাছে এই কার্ডের কী নাম দেওয়া যায় সেই নিয়ে পরামর্শ চাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷
advertisement
7/8
ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC) -এর নাম স্থির করতে প্রতিযোগিতার আয়োজন করেছে কেন্দ্র ৷ যার দেওয়া নাম নির্বাচিত হবে, তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেবে মোদি সরকার ৷
ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC) -এর নাম স্থির করতে প্রতিযোগিতার আয়োজন করেছে কেন্দ্র ৷ যার দেওয়া নাম নির্বাচিত হবে, তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেবে মোদি সরকার ৷
advertisement
8/8
প্রতিযোগিতায় অংশ নিতে হলে, https://www.mygov.in-এই সাইটে গিয়ে নির্ধারিত জায়গায় নথি পূরণ করে আপনার ভাবনার নামটি সেখানে জানান ৷ যদি আপনার এন্ট্রি নির্বাচিত হয়, তাহলে ১০ হাজার টাকা পুরস্কার আসবে আপনারই ঝুলিতে ৷
প্রতিযোগিতায় অংশ নিতে হলে, https://www.mygov.in-এই সাইটে গিয়ে নির্ধারিত জায়গায় নথি পূরণ করে আপনার ভাবনার নামটি সেখানে জানান ৷ যদি আপনার এন্ট্রি নির্বাচিত হয়, তাহলে ১০ হাজার টাকা পুরস্কার আসবে আপনারই ঝুলিতে ৷
advertisement
advertisement
advertisement