মঙ্গলবার ভোরে ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ আছড়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীরে ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটিতে ৷ অত্যন্ত সতর্কতার সঙ্গে চলে এই অভিযান ৷ যে কারণে কম উচ্চতায় উড়তে সক্ষম এমন বিমান ব্যবহার করা হয় ৷ পাক রাডার এড়াতে এমন পদক্ষেপ নেয় ভারতীয় সেনা ৷ কার্গিলের যুদ্ধ থেকে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক সবেতেই ব্যবহৃত মিরাজ ২০০০ ৷ কিছু বিশেষ কারণে এর ওপরই ভরসা রাখে বাহিনী ৷ Photo Collected
বিশেষ ক্ষমতা সম্পন্ন ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমানে আক্রমণের সঙ্গে আত্মরক্ষারও ক্ষমতাও রয়েছে ৷ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত মিরাজ ২০০০ ৷ এতে মিসাইলের রেঞ্জ একশো কিলোমিটার ৷ ফলে অনেক দূর থেকে আক্রমণ করা যায় এই বিমান থেকে ৷ নিখুঁত টার্গেটে মুহূর্তে হামলার ক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানে ৷ Photo Collected