একশো বছরে এমন ঘটনা দেখার সুযোগ মেলে মাত্র ১৩ বার ৷ সোমবার ৯ মে এমনই বিরল ঘটনা প্রত্যক্ষ করতে চলেছে সারা বিশ্ব ৷ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ এদিন অতিক্রম করবে সূর্যকে ৷ নিজের কক্ষপথ ধরে সূর্যের সামনে দিয়ে ঘটবে বুধের সরণ ৷ ১০ বছর পর ফের এমন ঘটনা ঘটতে চলেছে ৷ গোটা বিশ্ব এই মহাজাগতিক ঘটনা দেখার জন্য উৎসাহী ৷ টেলিস্কোপের মাধ্যমে এই দৃশ্যটি দেখা যাবে ৷ যখন দুটি গ্রহ বা তারা কাছাকাছি এসে যায় তখন কী হতে পারে ? সেই বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বৈজ্ঞানিকরা ৷ বিরল মুহূর্তটি সাক্ষী থাকার জন্য NASA-য় তিনটি টেলিস্কোপ ইনস্টল করা হয়েছে ৷ জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, কলকাতায় এই দৃশ্য দেখা যাবে মাত্র ১ ঘণ্টা ২৬ মিনিট ধরে।