Meghalaya Couple Missing Case: মেঘালয় যাওয়ার আগে সোনমের একটি কাজেই সন্দেহ হয়েছিল শাশুড়ির! কী করেছিল জানেন? দেওর যা বললেন, তা শুনেই চমকে উঠছে সকলে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Meghalaya Couple Missing Case: পুলিশ সূত্রে খবর, রাজাকে খুন করতেই মধুচন্দ্রিমায় পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সোনম।
হানিমুনে গিয়ে স্ত্রীয়ের হাতে স্বামীর খুনের ছক কি শুধুই নববধূর? নাকি রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে ধৃত নববধূ সোনম রঘুবংশীর সঙ্গে রয়েছেন কোনও ‘তৃতীয় ব্যক্তি’? উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদ থেকে সোনমকে গ্রেফতার করার পর পুলিশের সন্দেহ, নববধূ একা নন, রাজা রঘুবংশীর খুনের পিছনে রয়েছেন মধ্য়প্রদেশের এক বাসিন্দা।
advertisement
advertisement
advertisement
সোনমের শাশুড়ি অর্থাৎ রাজার মায়ের অভিযোগ, রাজাকে একপ্রকার জোর করেই মেঘালয়ে নিয়ে গিয়েছিলেন সোনম। তাঁর দাবি, সোনম নিজে থেকেই মেঘালয়ের বিমানের টিকিট কেটেছিলেন। বিমানের টিকিট কাটার আগে রাজার সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনাও করেননি সোনম। তাঁর দাবি, সোনম সকলের সঙ্গে এত মিষ্টি ভাবে কথা বলতেন যে কারও মনে কোনও সন্দেহই হয়নি। সোনম দোষী প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন রাজার মা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, রাজা খুনের পিছনে সোনমের প্রেম অন্যতম বড় কারণ হিসাবে কাজ করেছে। ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ে হলেও প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন সোনম। বাড়ির চাপে পড়ে রাজাকে বিয়ে করলেও রাজকেই ভালোবাসেন তিনি, জেরায় সোনম এ কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। 'পথের কাঁটা' রাজা রঘুবংশীকে সরাতেই খুনের ছক কষেন সোনম-রাজ, সন্দেহ পুলিশের।
advertisement
advertisement
advertisement