Meerut Muskan News: প্রায় ১৪ দিন পর মুখোমুখি সাহিল-মুসকান, একে অপরকে দেখেই যেন... কেমন ছিল সেই সাক্ষাৎ? যা বললেন পুলিশ অফিসাররা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Meerut Muskan News: একই ঘরে প্রায় ২ মিনিট মতো রাখা হয়েছিল সাহিল আর মুসকানকে। কিন্তু তাদের মধ্যে সেই সময় কোনও কথা হয়নি। পুলিশ আধিকারিকদের দাবি, চোখাচোখি হয়েছে তাদের।
advertisement
আসলে বুধবার ওই দুই অভিযুক্তের ১৪ দিনের হেফাজত শেষ হওয়ার কথা ছিল। তার জন্য তাদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতের সামনে পেশ করা হয়। সেই ভিডিও কনফারেন্সিংয়ের সময় উপস্থিত থাকা পুলিশকর্মীরা সাহিল এবং মুসকানের সাক্ষাতের সেই মুহূর্তের কথা তুলে ধরেছেন। তাঁরা জানিয়েছেন যে, প্রায় ১৪ দিন পর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যখন তাদের দেখা হল, সেই সময় যেন কিছুক্ষণের জন্য একে অপরের দিকে অপলক চেয়ে ছিল তারা।
advertisement
advertisement
ভিডিও কনফারেন্সিংয়ের সময় বিচারক প্রথমে মুসকান আর সাহিলকে তাদের নাম জিজ্ঞাসা করেন। এরপর পরবর্তী শুনানি আগামী ১৫ এপ্রিল হবে বলে স্থির হয়। এদিকে এদিনের শুনানি হতেই মুসকানকে মহিলাদের ব্যারাকে এবং সাহিলকে পুরুষদের ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়। সেই সময় ভিডিও কনফারেন্সিং রুমে দু’জনকে একসঙ্গে বসিয়ে রাখা হয়েছিল। অবশ্য পুরো ঘটনার তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র জেল সুপারিন্টেন্ডেন্ট বীরেশ রাজ শর্মা এবং জেলের নিরাপত্তা আধিকারিকরা। আসলে এবার সাহিলকে সম্পূর্ণ এক নতুন লুকে দেখল মুসকান। কারণ জেলে ঢোকার সময় সাহিলের চুল আড়াই ফুট লম্বা ছিল। কিন্তু জেলে ঢোকার পর সেই লম্বা চুল কাটা হয়েছে। তাই সাহিলকে বদলে যাওয়া লুকে দেখেই মুসকান তার দিকে তাকিয়ে ছিল।
advertisement
সৌরভ রাজপুত হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাহিল এবং মুসকান। গত ১৯ মার্চ থেকে মেরঠ জেলা জেলে রাখা হয়েছে তাদের। আর নিরাপত্তার কথা মাথায় রেখেই তাদের অনলাইন হাজিরার অনুমতি চেয়েছিল পুলিশ। অবশ্য পুলিশের আর্জি মেনে নিয়েছে আদালত। বুধবার সেই কারণে জেলে বসেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের কোর্টের সামনে পেশ করা হয়। সরকারি আইনজীবী রেখা জৈন এবং সৌরভের আইনজীবীও অনলাইনেই এই কাজ চালিয়ে গিয়েছেন।
advertisement
সিনিয়র সুপারিন্টেন্ডেন্ড ড. বীরেশ রাজ শর্মা বলেন যে, নিরাপত্তার কথা মাথায় রেখেই অভিযুক্তদের অনলাইনে আদালতের সামনে পেশ করা হয়েছে। তিনি বলেন যে, ভিডিও কনফারেন্সিংয়ের সময় দুজনকেই আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। ইতিমধ্যেই সৌরভ হত্যা মামলার ধরন দেখে শিউরে উঠেছে গোটা দেশ। সৌরভের স্ত্রী মুসকান নিজের প্রেমিক সাহিলের সঙ্গে মিলে খুন করেছে তাঁকে, এমনই অভিযোগ উঠেছে। দু’জনকেই গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই মামলার একটি চার্জশিট তৈরি করেছেন। এখন আদালতে মামলার শুনানি চলছে।